‘নিরাপত্তাহীনতা ও মব সন্ত্রাসের দায় ড. ইউনূস সরকারকে নিতে হবে’

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স গত ৫ মার্চ এক বিবৃতিতে বলেছেন- ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূস থেকে শুরু করে উপদেষ্টারা সংকটের কথা স্বীকার না করলেও দিন দিন জনজীবনে নিরাপত্তাহীনতা বেড়েই চলেছে। এর দায় অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রধান ড. মুহাম্মদ ইউনূসকেই নিতে হবে।’ দেশের বিভিন্ন স্থানে খুন, সন্ত্রাস ও মব সন্ত্রাসে জনজীবনে আতঙ্ক বাড়ায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ এ কথা বলেন। সংবাদপত্রে প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমের তথ্য বলছে- জনজীবনের সংকট বেড়েছে অথচ সরকার প্রধান বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে বলেছেন, ‘অপরাধের পরিমাণ মোটেই বড়েনি’। আমরা প্রশ্ন করতে চাই, তাহলে এ সময় যেসব ঘটনা ঘটছে এগুলো কি অপরাধ নয়? আমরা এও বলতে চাই- ‘পরিস্থিতির উন্নয়ন ঘটছে’-সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্য যেদিন পত্রিকায় প্রকাশ পেয়েছে, ঐ দিনই পত্রিকার প্রথম এবং শেষ পৃষ্ঠা জুড়েই সারাদেশে খুন-সন্ত্রাস-ধর্ষণের খবরও ছাপা হয়েছে। গত ৪ মার্চ সরকারের একজন উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত জানিয়ে বললেন, ‘মব জাস্টিস’ ও ‘মোরাল পুলিশিং’-এর কোনো সুযোগ এ দেশে নেই। ঐ দিন রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে গুলশানের একটি বাড়িতে ন্যাক্কারজনক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হলো। নেতৃবৃন্দ আরো বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণ হলো- চোখবুজে অন্তর্বর্তীকালীন সরকারের ‘মব সন্ত্রাস’ চলতে দেওয়া। এদেরকে আইনের আওতায় না আনা। এর আগেও এ ধরনের অসংখ্য কর্মকাণ্ড সংগঠিত হয়েছে। এমনকি বাংলাদেশ এবং তার ইতিহাস-ঐতিহ্যের অংশ ঘোষণা দিয়ে ধ্বংস করা হয়েছে। সরকার এসব বিষয়ে এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান ভূমিকা নেয়নি। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘সরকার না চাইলে বা প্রশ্রয় না থাকলে এ ধরনের কোন ঘটনা ঘটতে পারে না’-এই বিখ্যাত উক্তি সর্বজন স্বীকৃত। নেতৃবৃন্দ অবিলম্বে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড, এবং অতীতের এ সকল কর্মকাণ্ডের সাথে জড়িত এবং তার মদদদাতাদের চিহ্নিত করে বিচারের সম্মুখীন করার জোর দাবি জানান। নেতৃবৃন্দ জনজীবনসহ জান-মালের নিরাপত্তায় সারাদশের বিবেকবান মানুষকে নিজে নিজে এলাকায় ঐক্যবদ্ধ হওয়ার এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
প্রথম পাতা
হামলা-মামলার বিরুদ্ধে ময়মনসিংহে বামজোটের বিক্ষোভ সমাবেশ
দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকারও ব্যর্থ হচ্ছে
নারীর জন্য নিরাপদ রাষ্ট্র ও সমাজ নির্মাণে সংগ্রাম জোরদার করুন
কমরেড লাকী আক্তারের বিরুদ্ধে মব সন্ত্রাস বন্ধের আহ্বান সিপিবির
গণতন্ত্র রক্ষায় বাম-প্রগতিশীলদের ঐক্যের বিকল্প নাই
‘ছায়া’
খুন-ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান
ধর্ষণ-নিপীড়নকারী ও মব সন্ত্রাসীদের গ্রেপ্তার কর
বাঁওড় ইজারা বাতিল ও জেলেদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে বিক্ষোভ
সয়াবিনের সরবরাহ কিছুটা বাড়লেও ঊধ্বমুখি দাম অনেক পণ্যে
শ্রেণিদৃষ্টিতে বাংলাদেশের মুক্তিসংগ্রামের চিত্তভূমি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..