ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিত

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : ঢাকা মহানগরিতে ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিত করে আদেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের চেম্বার বিচারপতির আদালত। এর প্রেক্ষিতে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ খাঁ এবং সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ এক যৌথ বিবৃতিতে বলেন, ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ শ্রমিকদের আন্দোলনের প্রাথমিক বিজয়। স্থায়ী সমাধানে নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে লাইসেন্স ও রুট পারমিটসহ রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ১২ দফা দাবি বাস্তবায়ন করুন। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, দ্রুততম সময়ে প্রশাসন-শ্রমিক প্রতিনিধি বিজ্ঞজনদের সমন্বয়ে লিঁয়াজো কমিটি গঠন করে এই সকল পরিবহন চলাচলে পরিকল্পনা গ্রহণ করতে হবে। সমস্যা সমাধানে সরকার বাস্তবমুখী উদ্যোগ গ্রহণে ব্যর্থ হলে শ্রমজীবী মানুষ পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হবে। নেতৃবৃন্দ আন্দোলনে অংশগ্রহণকারী সকল শ্রমিকদের প্রাথমিক বিজয় অর্জিত হওয়ায় অভিনন্দন জানিয়ে স্থায়ী সমাধানে ১২ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..