সিপিবি গাইবান্ধা জেলা কমিটির বর্ধিত সভা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

সিপিবি গাইবান্ধা জেলা কমিটি আয়োজিত সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ
গাইবান্ধা সংবাদদাতা : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গাইবান্ধা জেলা কমিটির বর্ধিতসভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিতসভায় উপস্থিত থেকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক মিহির ঘোষ। গত ২৯ নভেম্বর সকাল ১০টায় জেলা কমিটির সভাপতি অ্যাড. শাহাদত হোসেন লাকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন জেলা সিপিবির সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, জেলা কমিটির সহকারি সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী, গোবিন্দগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আল-মামুন মোবারক, সুন্দরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপুল, সাদুল্যাপুর উপজেলা সভাপতি নিখিল চৌধুরী, পলাশবাড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ইয়াদুল ইসলাম সাজু মাস্টার, সাঘাটা উপজেলা সাধারণ সম্পাদক জসিম উদ্দীন প্রমুখ। সভায় ২০২৫ সালের জন্য পার্টির সদস্যপদ নবায়ান, বিজয়ের মাসের নানা কর্মসূচি, কেন্দ্রীয় সমাবেশে যোগদান বিষয়ে আলোচনা হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..