ফিলিস্তিনের জনগণের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে শাহবাগে মিছিল

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

ফিলিস্তিনের জনগণের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে ঢাকায় ছাত্র-যুবদের সমাবেশ
একতা প্রতিবেদক : ফিলিস্তিন সংহতি দিবসে ফিলিস্তিনের জনগণের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে গত ২৯ নভেম্বর ঢাকার শাহবাগে বিকাল ৪.৩০ মিনিটে বিশ্ব গণতান্ত্রিক যুব ফেডারেশন বাংলাদেশের সদস্য সংগঠনসমূহের উদ্যোগে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজার সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ, বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ। বক্তব্যে নেতৃবৃন্দ ফিলিস্তিনের জনগণের উপর জায়নবাদী ইসরায়েলের হামলার নিন্দা জানান এবং ফিলিস্তিনের জনগণের মুক্তির লড়াইয়ে সংহতি জ্ঞাপন করেন। সমাবেশে শেষে একটি মিছিল শাহবাগ থেকে শুরু হয়ে রাজু ভাস্কর্য ঘুরে আবার শাহবাগে এসে শেষ হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..