শীতের সবজির দামে ক্ষুব্ধ ক্রেতারা
একতা প্রতিবেদক :
শীতকালীন সবজি বাজারে আসলেও কমছে না দাম। সবজির দাম নিয়ে মানুষ খুবই হতাশ। এখনও চড়া সবজির বাজার। ৮০ টাকার নিচে কোনো সবজি নেই। দুই একটি সবজি ৫০ থেকে ৭০ টাকার মধ্যে থাকলেও বেশিরভাগ সবজিই এখনও বাজারে ৮০ থেকে ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন বাজরে খোঁজ নিয়ে সবজির এমন বাড়তি দামই জানা গেছে। বাজারে প্রতি কেজি গোল বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকায়, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, সিম প্রতি কেজি ১০০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, পেঁয়াজের নতুন ফুল ফুলকা প্রতি কেজি ১০০ টাকা, লম্বা বেগুন প্রতি কেজি ৮০ টাকা, ধুন্দল প্রতি কেজি ৮০ টাকা, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৮০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, পেঁপে প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে টমেটো প্রতি কেজি ১৬০ টাকা, ছোট সাইজের ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, বাধা কপি প্রতি পিস ৫০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, পটল প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৭০ টাকা, মুলা প্রতি কেজি ৬০ টাকা, গাজর প্রতি কেজি ১৮০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৮০ থেকে ২০০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
মুরগির দাম আগের মতোই রয়েছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়, সোনালি মুরগি প্রতি কেজি ৩২০ টাকা, কক মুরগি প্রতি কেজি ৩২০ টাকা। লেয়ার প্রতি কেজি ৩১০ থেকে ৩২০ টাকা এবং দেশি মুরগি প্রতি কেজি ৬৫০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে জিনিসপত্রের দাম নিয়ে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। রাজধানীর মহাখালী বাজারে বাজার করতে আসা আকিজ উদ্দিন বলেন, শীত প্রায় চলেই এসেছে ঢাকার বাইরে, এই সময় এসে সবজির দাম থাকবে কম কিন্তু বাজারে উল্টো চিত্র। এখনও ১০০/৮০ টাকার নিচে বাজারে কোনো সবজি নেই। বিক্রেতারা যে যার মতো করে দাম আদায় করে নিচ্ছে। বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ নেই।
শেষের পাতা
বিআরটিএ কর্তৃক লাইসেন্স ও নীতিমালা চায় রিকশা শ্রমিকরা
বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান
ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের বিজয় দিবস পালন
নেত্রকোনা ছাত্র ইউনিয়নের সম্মেলন
আমরা চা-শ্রমিকরা খেয়েপড়ে বাঁচতে চাই
ফসলের দাম বাড়াতে হবে
পুঁজিবাদী সমাজব্যবস্থা ভাঙার জন্য লড়াই করছি
আমরা শ্রমিকের সরকার চাই
বয়স্ক ভাতার কথা বলতে সমাবেশে আসছি
নারী-পুরুষের মধ্যকার বৈষম্য দূর করতে হবে
গান করার কারণে আমার ওপর হামলা করেছিল
যতদিন বাঁচবো ততদিন কমিউনিস্ট পার্টি-ই করব
বাজারের সিন্ডিকেট ভাঙতে হবে
বাপ দাদার ভূমি ফেরত চাই
Login to comment..