ক্ষেতমজুরদের জন্য বিনা জমায় মাসিক পেনশন দাবি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

বগুড়া সংবাদদাতা : বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলা কমিটির সভা গত ২৯ নভেম্বর সকাল ১১টায় বগুড়া সাতমাথাস্থ উদীচী অফিসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য সাহা সন্তোষ। সভায় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন রেজা বক্তব্য রাখেন। ক্ষেতমজুরসহ গ্রামীণ শ্রমিকদের জন্য সারাবছর কাজের নিশ্চয়তা, ন্যায্যমজুরি নারী-পুরুষ সমকাজের সমমজুরি। কৃষি শ্রমিক (নারী-পুরুষ) দের বিনা জমায় মাসিক ১০ হাজার টাকা পেনশন স্কিম চালু করা, কৃষি শ্রমিক সহ গ্রামীণ মানুষদের জন্য স্থায়ী রেশনিং ব্যবস্থা চালু করে ৫ টাকা কেজি দরে চাল-আটা-লবণ, ১৫ টাকা কেজি দরে চিনি-কেরোসিন ৩০ টাকা কেজি দরে মসুরের ডাল-ভোজ্য তেলসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কম মূল্যে সরবরাহ করার দাবি জানান। কৃষি শ্রমিক বা গ্রামীণ শ্রমজীবীদের কর্মক্ষম সন্তানদের ভোকেশনাল, আইটিসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে কর্মের উপযুক্ত করে সরকারি খরচে বিদেশে পাঠাতে হবে এবং তাদের প্রেরিত রেমিটেন্স থেকে মাসে মাসে খরচের টাকা কেটে রাখতে হবে। এজন্য রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলো ও বড় বড় জেলাশহরে প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তুলার আহ্বান জানান। এছাড়াও সভায় দেশের সংখ্যাগরিষ্ঠ কৃষি শ্রমিকদের পূর্ণাঙ্গ ট্রেড ইউনিয়ন অধিকার, বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করার কথাও বলেন। সভায় আরও বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য লিয়াকত আলী, জেলা কমিটির সদস্য নিমাই ঘোষ, শুভ শংকর গুহ বাবন, আইয়ুব আলী, সোহাগ মোল্লা, সামছুল হক ভোলা, শাহজাহান প্রমুখ। সভার শুরুতে কেন্দ্রীয় কমিটির সদস্য প্রয়াত প্রদীপ কুমার ভৌমিকের জন্য নিরবতা পালন করা হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..