রাজশাহীর গোদাগাড়িতে বাংলাদেশ কৃষক সমিতির বিক্ষোভ সমাবেশ রাজশাহী সংবাদদাতা :
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রয় এবং সকল প্রকার কৃষক হয়রানি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে বাংলাদেশ কৃষক সমিতি, রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করেছে।
এ সময় উপস্থিত ছিলেন কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাবেক রাকসু ভিপি রাগিব আহসান মুন্না, কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবির, জেলার সহ-সাধারণ সম্পাদক অজিত মন্ডল প্রমুখ।
গোদাগাড়ী গোলচত্বর থেকে কৃষকদের মিছিল উপজেলা নির্বাহী অফিসারের অনুপস্থিতিতে কৃষিকর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করেন এবং কর্মকর্তা কৃষকের সমস্ত সমস্য সমাধানের আশ্বাস দেন।