কমরেড রেজাউল করিমের চতুর্থ প্রয়াণ দিবসে সভা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

বাগেরহাট জেলা সিপিবি আয়োজিত বিষয়ভিত্তিক আলোচনা সভায় বক্তব্য রাখছেন সিপিবির কেন্দ্রীয় সদস্য অধ্যাপক এম এম আকাশ
বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটে বীর মুক্তিযোদ্ধা কমরেড রেজাউল করিমের চতুর্থ প্রয়াণ দিবসে “গণঅভ্যুন্থান ও গণআকাঙ্ক্ষা” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ নভেম্বর দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ। বাগেরহাট জেলা সিপিবির সভাপতি তুষার কান্তি বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলাচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক ফররুখ হাসান জুয়েল, নূর আলম শেখ, তুষার কান্তি দাস, জেলা যুবদলের সাবেক সাধারণ সস্পাদক সুজন মোল্লা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এম এম আকাশ বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য পেশীশক্তি রোধ, অর্থের ঝনঝনানি ও প্রশাসনকে নিরোপেক্ষ রাখতে নির্বাচন কমিশন আইন সংস্কার করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচনে অংশগ্রহণকারি দলের প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে এমপি নির্বাচনের বিধান করতে হবে। তবেই জাতীয় সংসদ গনমানুষের আস্থার প্রতীকে পরিনত হবে। ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পর গণমানুষের এই চেতনা বাস্তবায়নে কমিউনিস্ট পার্টি সারা দেশে কাজ করছে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..