রাজধানীতে গৃহ শ্রমিক ফেডারেশনের থানা কমিটি
রাজধানীতে কর্মরত গৃহ শ্রমিকদের অধিকার আদায়ের একমাত্র সংগঠন বাংলাদেশ গৃহ শ্রমিক ফেডারেশনের থানা কমিটির গঠন করা হয়। যাত্রাবাড়িতে গৃহ শ্রমিক নার্গিস আক্তারকে আহ্বায়ক, রাজিয়া সুলতানা ও অনিকা আক্তারকে যুগ্ম আহ্বায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট যাত্রাবাড়ি থানা আহ্বায়ক কমিটি গঠন করা হয় হয়।
এছাড়াও ১৪ নং আউটকল, (র্যাব-১০) ধলপুর এলাকায় সাবরীন হক সাথীকে আহ্বায়ক, সুলতানা ও পপি আক্তারকে যুগ্ম আহ্বায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভাদ্বয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গৃহ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য শারমিন আক্তার, লাকি আক্তার ও উপদেষ্টা শাখারভ হোসেন সেবক। বিজ্ঞপ্তি
Login to comment..