নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশালে টিইউসির স্মারকলিপি

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
বরিশাল সংবাদদাতা : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, অপশাসন, সন্ত্রাস-নৈরাজ্য-লুটপাট, ঘুষ-দুর্নীতি, সাম্প্রদায়িকতা প্রতিরোধ করা না গেলে সাধারণ জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে। সাধারণ খেটে খাওয়া মানুষ রাষ্ট্র ও সমাজ থেকে বিচ্ছিন্ন হবে। ভোগবাদী, অদৃষ্টবাদী এবং পশ্চাতমুখী হবে। বর্তমানে সাধারণ জনগণ বৈষম্যমুক্ত হওয়ার জন্য বর্তমান সরকারের কাছে ছুটে যাচ্ছে এবং আবেদন নিবেদন করছে। টিইউসি, বরিশাল জেলা কমিটিও অনুরূপ প্রত্যাশায় গত ২৪ অক্টোবর দুপুর দেড় ঘটিকায় বরিশালের জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), বরিশাল স্মারকলিপি গ্রহণ করে অতি দ্রুত যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রেরণ করার আশ্বাস দিয়েছেন। স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিইউসি জেলা কমিটির সভাপতি শ্রমিক নেতা অ্যাড. এ কে আজাদ, বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্ত, বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলম খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লা, কার্যনির্বাহী সদস্য সেকান্দার, নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শেখ আবুল হাসেম, রিক্সা-ভ্যান-ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার রহমান সপ্রু, বস্তিবাসী ইউনিয়নের আহ্বায়ক নূর হোসেন হাওলাদার, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল এর সাধারণ সম্পাদক জোছনা বেগম, হোটেল শ্রমিক নেতা বাবুল হোসেন, দর্জি শ্রমিক গেজেট বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক তুষার সেন, প্রেস শ্রমিক নেতা রুহুল আমিন ও শ্রমিক নেতা রেদওয়ান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..