উত্তরাঞ্চলে উঁকি দিচ্ছে শীতের আগমনী বার্তা
একতা প্রতিবেদক :
ঘন কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। গত ২৫ অক্টোবর হঠাৎ করে উত্তরের জেলা ঠাকুরগাঁও শীতের আগমনী বার্তা হিসেবে ঘন কুয়াশা দেখা গেছে।
এদিন সকালটা ছিল ঠাকুরগাঁও জনপদের মানুষের জন্য কিছুটা ভিন্ন রকম। ভোর থেকে দেখা মিলেছে কুয়াশার। এতে ঢাকা পড়ে পুরো জেলা। শহর থেকে গ্রামাঞ্চলের দিকে বেশি কুয়াশা দেখা যায়। সকাল দশটা পর্যন্ত দেখা মেলেনি রোদের।
সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, চারদিক কুয়াশার কারণে এক অন্য রকম প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে। কুয়াশামাখা মনোরম পরিবেশ উপভোগ করে উচ্ছ্বসিত হয়েছেন ফজর নামাজে আসা মুসল্লি, হাঁটতে বের হওয়া পথচারী ও কাজে বের হওয়া শ্রমিকরা। কুয়াশার কারণে সকালে সড়কের কিছু কিছু যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।
স্থানীয়রা বলছেন, দিনে গরম আর শেষ রাতে অনুভূত হচ্ছে হালকা শীত। শেষ রাতে কাঁথা বা পাতলা কম্বল জড়াতে হচ্ছে শরীরে। তবে ঘন কুয়াশা এবং তীব্র শীত আসতে আরও দেরি আছে।
Login to comment..