চট্টগ্রাম দক্ষিণ জেলা ক্ষেতমজুর সমিতির বর্ধিত সভা
একতা প্রতিবেদক :
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির সভা গত ২৫ অক্টোবর অনুষ্ঠিত হয়। প্রবীণ ক্ষেতমজুর নেতা আবুল কালাম চাষীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি পরেশ কর। অন্যান্যের মধ্যে আলোচনা করেন শওকত আলী, জসিম উদ্দিন, শ্যামল বিশ্বাস, গোলাম মোস্তফা মেম্বার প্রমুখ।
সভায় দ্রব্যমূল্যের দাম কমানো, রেশনিং চালু, ক্ষেতমজুরদের সারা বছর কাজ, খাদ্য, চিকিৎসার নিশ্চয়তা দাবি করেন।
সভায় আবুল কালাম চাচীকে আহ্বায়ক ও জসিম উদ্দিন, শ্যামল বিশ্বাস ও মিলন দে কে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যবিশিষ্ট জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
সভা থেকে নেতৃবৃন্দ রেশনিং চালু ও ক্ষেতমজুরদের সারাবছরের কাজের দাবি জানিয়ে বলেন, অবিলম্বে নিত্যপণ্যের দাম কমাতে হবে এবং ক্ষেতমজুরদের টিসিবির কার্ড প্রদান করতে হবে।
Login to comment..