কিশোরকে আত্মহত্যায় উৎসাহ দিয়েছে চ্যাটবট

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা বিদেশ ডেস্ক : যুক্তরাষ্ট্রের এক মা কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট নির্মাতার বিরুদ্ধে মামলা করেছেন। ওই মায়ের অভিযোগ, চ্যাটবটের কাছ থেকে উৎসাহ পেয়েই তাঁর কিশোর ছেলে আত্মহননের পথ বেছে নিয়েছে। মামলাটি হয়েছে ফ্লোরিডার অরল্যান্ডোয়। ওই মায়ের নাম মেগান গার্সিয়া। গত ফেব্রুয়ারিতে মেগানের ১৪ বছরের ছেলে সেওয়েল সেটজার আত্মহত্যা করে। মামলায় অভিযুক্ত ক্যারেক্টার.এআই। মেগানের অভিযোগ, তাঁর ছেলে সেওয়েল ‘গেম অব থ্রোনসের’ একটি চরিত্রের ওপর ভিত্তি করে ক্যারেক্টার.এআইয়ের চ্যাটবটের সঙ্গে ভার্চ্যুয়াল সম্পর্ক গড়ে তুলেছিল। আর এটাই ছেলেকে আত্মহত্যার দিকে প্ররোচিত করেছে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..