শান্তি ফেরাতে ভূমিকা নেবে ভারত : ব্রিকস সম্মেলনে মোদী

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা বিদেশ ডেস্ক : ভারসাম্যের খেলায় দক্ষতা কতটা, কাজানে তার পরীক্ষা দিচ্ছেন নরেন্দ্র মোদী। রাশিয়ার কাজানে শুরু হচ্ছে ‘ব্রিকস’ গোষ্ঠীর শীর্ষ সম্মেলন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছেন রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে। ইউক্রেনকে ঘিরে পশ্চিমী দেশগুলির জোট ‘ন্যাটো’-র সঙ্গে রাশিয়ার তীব্র সংঘাতের আবহে ‘ব্রিকস’ বৈঠক গুরুত্ব বাড়িয়েছে। পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মোদী বলেছেন, ‘‘আমরা মনে করি দ্বন্দ্ব শান্তিপূর্ণ আলোচনায় মেটা সম্ভব। দ্রুত শান্তি এবং স্থিরতা ফিরিয়ে আনার সব উদ্যোগকে ভারত সমর্থন করছে। আমরা মানবিকতাকে অগ্রাধিকার দিতে চাই। এই প্রক্রিয়ায় যে কোনও সহায়তা দিতে তৈরি ভারত।’’ রাশিয়ার গত দু’মাসে তিনবার গিয়েছেন নরেন্দ্র মোদী। গিয়েছেন ইউক্রেনেও। রাশিয়ার অভিযোগ, আমেরিকার নেতৃত্বাধীন যুদ্ধজোট ‘নাটো’ চাইছে না এই অঞ্চলে শান্তি ফিরুক। সে কারণে যুদ্ধ থামছে না। কাজানে ভারত নতুন উপ-দূতাবাস খোলার সিদ্ধান্তও নিয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পুতিন। ইউক্রেন সংঘাত ঘিরে ইউরোপ এবং আমেরিকা রাশিয়ার সঙ্গে লেনদেনে একের পর এক নিষেধাজ্ঞা চাপায়। ২০২২২ থেকেই চালু হয়েছে নানা নিষেধাজ্ঞা। রাশিয়ার অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস কম দামে পেয়েছে ভারত। ভারতে পরিশোধিত হয়ে সেই জ্বালানি আবার পশ্চিমের দেশেই গিয়েছে। ভারতের বেসরকারি তেল শোধনাগার প্রচুর মুনাফা করেছে। ব্রিকস’র এই বৈঠক থেকেই পুতিন এই গোষ্ঠীর নিজস্ব আর্থিক লেনদেন নেটওয়ার্ল তৈরি করতে চাইছেন। পশ্চিমী নিয়ন্ত্রণে থাকা ‘সুইফট’ ব্যবস্থায় নিষেধাজ্ঞা জারি রয়েছে রাশিয়ার ওপর। তার বিকল্প তৈরি করতে আলোচনা হওয়ার কথা রয়েছে। ভারত, ব্রাজিল, চীন, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা- প্রাথমিকভাবে এই পাঁচ দেশ নিয়েই গড়ে উঠেছিল ‘ব্রিকস’। মার্কিন চাপে ভারত দীর্ঘ সময় এই গোষ্ঠীর থেকে দূরত্ব রেখে চলেছে বলে মত আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের। এবার মিশর, ইথোপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরশাহী আমন্ত্রিত দেশ হিসেবে যোগ দিচ্ছে শীর্ষ বৈঠকে। বামপন্থি দেশ কিউবা ও ভিয়েতনামও থাকবে সম্মেলনে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..