বিএনপি ও যুবদলের সন্ত্রাসী হামলায় পল্লবীতে রিকশা শ্রমিকদের সমাবেশ পণ্ড
একতা প্রতিবেদক :
রাজধানী পল্লবীর বাউনিয়াবাঁধ বাজার ঈদগাহ মাঠে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ৫ দফা দাবিতে গত ২৪ অক্টোবর সকাল ১১টায় শ্রমিক সমাবেশ ও উপ-পুলিশ কমিশনার মিরপুর জোন (ট্রাফিক) বরাবর স্মারকলিপি কর্মসূচিতে বিএনপি ও যুবদল সন্ত্রাসীরা হামলা চালিয়ে সমাবেশ প- করে দেয়।
সংগঠনের পল্লবী থানার সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সমাবেশ শুরু হলে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিমের বক্তব্যের সময় পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাতালেবের নেতৃত্বে ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী বাদশা, ৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলিম রিয়াজ, ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শওকত, ৫নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইব্রাহিম খলিলসহ ২৫-৩০ জন সন্ত্রাসী হামলা করে। হামলায় সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, কেন্দ্রীয় সংগঠক মিথুন শর্মা, পল্লবী থানার যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেলসহ ১০ জন আহত হন।
পূর্ব নির্ধারিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য রাগীব আহসান মুন্না, সাবেক ছাত্রনেতা জহর লাল রায়, সংগঠনের পল্লবী থানার সহ-সভাপতি আব্দুল করিম, মোহাম্মদ হাসান, সাধারণ সম্পাদক আলম চান, দপ্তর সম্পাদক ইমরান হাসান শিপলু প্রমুখ।
হামলার প্রতিবাদ জানিয়ে সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ খাঁ ও সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ। বিবৃতিতে নেতৃবৃন্দ হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, দীর্ঘ ১৬ বছরে আওয়ামী ফ্যাসিবাদের সময় শ্রমজীবীসহ দেশের মানুষ তার অধিকারের কথা বলতে পারেনি। অধিকারের কথা বললেই নেমে এসেছে সন্ত্রাসী হামলা-মামলা-দমন-নিপীড়ন। হাজারো শহীদের রক্তের বিনিময়ে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন পরও আজকের হামলা প্রমাণ করে দেশে শ্রমজীবী ও সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতার ওপর একই নিপীড়নের ধারাবাহিকতা বজায় রয়েছে। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এখনই প্রতিরোধ করতে না পারলে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে। যার মধ্য দিয়ে বাংলাদেশ পুনরায় ফ্যাসিবাদী ধারায় পরিচালিত হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় দেশকে এগিয়ে নিতে হলে এখনই এসব সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসাথে শ্রমজীবী মানুষের জীবিকার সুরক্ষা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত এবং ভিন্নমত দমনের প্রবণতা রোধ করে আইনের শাসন প্রতিষ্ঠায় দেশকে এগিয়ে নিতে হবে।
প্রথম পাতা
সংবিধান নিয়ে বিতর্ক গণতান্ত্রিক উত্তরণকে নস্যাৎ করবে
ট্রাম্প প্রেসিডেন্ট হলেন, এবার?
ডেঙ্গুর সঙ্গে বাড়ছে চিকনগুনিয়া ও জিকা ভাইরাস আক্রান্ত রোগী
৬ ডিসেম্বর ঢাকায় সিপিবির সমাবেশ
রাজধানীর উত্তর-দক্ষিণ সিটির নাগরিক সেবা তলানিতে
সর্বক্ষেত্রে দুর্নীতি-লুটপাট দলীয়করণ কৃষকদের নিঃস্ব করে দিয়েছে
সারাদেশে শোষণ বৈষম্যবিরোধী গণতান্ত্রিক অভিযাত্রা সিপিবির
‘সংস্কৃতি চর্চার মুক্ত পরিবেশ নিশ্চিতের দাবি’
‘ভোট’
Login to comment..