দারিয়াপুরে সিপিবির সমাবেশ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ আগস্ট সন্ধ্যায় স্থানীয় চারমাথায় সিপিবি, দারিয়াপুর অঞ্চল সভাপতি জাহাঙ্গীর মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ। আরও বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সদর উপজেলা কমিটির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক অ্যাড মুরাদ জামান রব্বানী, জেলা কমিটির সদস্য ক্ষেতমজুর নেতা ময়নুল কবীর মণ্ডল প্রমুখ। বক্তারা ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত বিজয় যাতে অতীতের মতো ছিনতাই না হয় তার জন্য সকলকে সজাগ থাকতে হবে জানান। তারা অবিলম্বে দারিয়াপুর হাটে ইজারাদারের জুলুম অনিয়ম বন্ধ করা, টোল চার্ট টাঙানো, অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি জানান। সেইসাথে বিগত ১৫ বছরে হাটের উন্নয়নের টাকা কোথায় গেল সে বিষয়ে শ্বেতপত্র প্রকাশসহ দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..