গফরগাঁওয়ে সিপিবির উঠান বৈঠক

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
রাষ্ট্র কাঠামো ও নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করার দাবিতে গফরগাঁও উপজেলার দুগাছিয়া মোড়ে গত ২৭ আগস্ট সন্ধ্যায় সিপিবি গফরগাঁও শাখার উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সিপিবি কর্মী খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গফরগাঁও উপজেলা শাখার সম্পাদক অ্যাড. সাইফুস সালেহীন, উপজেলা শাখার সদস্য সাফায়েত হোসেন শিপু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক এইচ এম ইয়াসিনুল আরাফাত প্রমুখ। সাইফুস সালেহীন ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন দীর্ঘদিনের চেপে বসা স্বৈরাচারী শাসনের অবসান হলেও রাষ্ট্র এখনো পূর্ণ গণতান্ত্রিক হয়নি। পুরো রাষ্ট্রের আমূল সংস্কার করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। একই সাথে তিনি গফরগাঁওয়ের সর্বস্তরের জনগণকে সিপিবির পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে নির্বাচনী লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। বৈঠক শেষে মো. আলমকে সভাপতি, মনির হোসেনকে সাধারণ সম্পাদক ও ইব্রাহিম খলিলকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্যের সিপিবি কর্মী গ্রুপ গঠন করা হয়। বিজ্ঞপ্তি

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..