সদরঘাটে হকার্স ইউনিয়নের সমাবেশ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : বাংলাদেশ হকার্স ইউনিয়ন ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে গত ২৩ আগস্ট দুপুর ৩টায় রাজধানীর সদরঘাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিণ কমিটির সভাপতি আনিছুর রহমান পাটোয়ারী। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, কেন্দ্রীয় নেতা জহিরুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর কমিটির সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম, হকারনেতা দ্বীন ইসলাম, কবীর হোসেন, আসমান আলী খন্দকার, আনোয়ার হোসেন প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ছাত্র-জনতা যখন রাষ্ট্র সংস্কার, ট্রাফিক ব্যবস্থাপনা, মানুষের জানমাল ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষার কাজে ব্যস্ত তখন ফুটপাতগুলোতে বেপরোয়া লুটতরাজ-দখলদারত্ব-চাঁদাবাজি সংগঠিত হয়। নেতৃবৃন্দ বলেন, ‘এরা কারা’? গত ১৭ বছর ধরে বাংলাদেশ হকার্স ইউনিয়ন সিটি কর্পোরেশনের মেয়রদের দমন-পীড়ন-নির্যাতন, পুলিশ এবং চাঁদাবাজিতে হকাররা দিশেহারা ছিল। গণঅভ্যুত্থানের পরে আবার সেই একই রূপ ফিরে এসেছে। নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হকাররা কোনো ধরনের চাঁদা প্রদান করবে না। কেউ যদি ফুট বা বিট দখল কিংবা লুটতরাজ করতে আসে হকাররা সংগঠিত হয়ে তার দাঁতভাঙা জবাব দেবে। নেতৃবৃন্দ আরও বলেন, উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর জন্য হকার্স ইউনিয়ন থেকে সহায়তা টিম গঠন করা হয়েছে। নেতৃবৃন্দ ছাত্র-জনতার অভ্যুত্থানে হকার শ্রমিকসহ মোট ৮৫ জন শ্রমিক নিহত হন। তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণসহ আহতদের সুুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জানান। সমাবেশ শেষে মিছিল সদরঘাটের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টার্মিনালে এসে শেষ হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..