বন্যা পরবর্তী পুনর্বাসনের দাবি ক্ষেতমজুর সমিতির

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন রেজা এক বিবৃতিতে দেশের বিভিন্ন জেলায় বন্যায় অসহায় মানুষের জন্য দ্রুত নিরাপদ আশ্রয়, পর্যাপ্ত খাদ্যসামগ্রী ও বন্যা পরবর্তী পুনর্বাসনের দাবি জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হঠাৎ বন্যার পানিতে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লাা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়িসহ বিভিন্ন জেলায় লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে। বন্যার পূর্বাভাস দেওয়া হয়, সেই পূর্বাভাস বার বার রেডিও-টিভিতে ঘোষণা করা প্রয়োজন ছিল। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রয়োজনীয় লোকবল ও স্পিডবোট না থাকায় তাদের উদ্ধারে যথেষ্ট সময় লাগে। পরবর্তীতে সাধারণ মানুষ যার যার মতো করে নৌকা নিয়ে পানিবন্দী মানুষকে উদ্ধারে এগিয়ে আসে। বিবৃবিতে নেতৃবৃন্দ বলেন, এ বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুররা। যারা দিন আনে দিন খায়। তাদের অনেকের ঘর ভেসে গেছে। পরিবার নিয়ে আতঙ্কের মধ্যে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে। নেতৃবৃন্দ অবিলম্বে সর্বোচ্চ শক্তি দিয়ে বন্যার্ত অসহায় মানুষদের জীবন বাঁচানোর আহ্বান জানান। বিবৃতিতে নেতৃবৃন্দ বন্যায় নিহত পরিবারদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। এছাড়া দেশবাসীকে বন্যার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসারও আহ্বান জানান। ক্ষেতমজুর সমিতির সহায়তা তহবিলে সকলকে যার যার সাধ্য অনুযায়ী অর্থ সহায়তার আহ্বান জানান নেতৃবৃন্দ। সহায়তা পাঠাতে: হিসাব নাম- বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, চলতি হিসাব নং ৬৪৩৯, উত্তরা ব্যাংক লিমিটেড, রমনা শাখা, ঢাকা। বিকাশ একাউন্ট নম্বর: ০১৭১২০৭৯৫৪৮।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..