বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্যের দাম কমাও

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সরাইল উপজেলা কমিটির উদ্যোগে সরাইল শহীদ মিনার প্রাঙ্গণে ও কালীকচ্ছ বাজারে গত ২৭ আগস্ট পথসভা অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা কমিটির সভাপতি দেব দাস সিংহ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আছমা খানম, সরাইল সিপিবির সাধারণ সম্পাদক মোজাম্মেল পাঠান, বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের উপজেলা সম্পাদক আবদুস সোবাহান মাখন, শ্রমিক নেতা কাজী আনিসুর রহমান প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে গত ১৫ বছরে বিদেশে পাচারকৃত টাকা ফেরত ও ঋণ খেলাপিদের টাকা উদ্ধার করতে হবে এবং গত ১৫ বছরের লুটেরাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। নেতৃবৃন্দ বলেন, বাজার সিন্ডিকেটের জন্য দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তাই দ্রুত বাজার সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। নেতৃবৃন্দ আরো বলেন, ৭১ সালে ৩০ লক্ষ শহীদদের বিনিময়ে অর্জিত দেশ লুটেরাদের স্বর্গরাজ্যে পরিণত হয়ে গেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে দেশের জনগণ এক অভাবিত বিজয় অর্জন করেছে, লুটেরার দল দেশে থেকে পালিয়েছে। এ বিজয় যাতে হাত ছাড়া না হয় জনগণকে সবসময় সর্তক থাকতে হবে। অসংখ্য ছাত্র, জনতা, শ্রমজীবী মানুষের রক্তে অর্জিত এ বিজয় নস্যাৎ করার জন্য নানান ষড়যন্ত্র চলছে, এক লুটেরার পরিবর্তে যেন আর এক লুটেরার দল ক্ষমতা দখল করতে না পারে সকল জনগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানান। নেতৃবৃন্দ কৃষকের ফসলের লাভজনক দাম ও কৃষি উপকরণের দাম কমানোর জন্য সরকারকে যথাযথ উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..