জোরপূর্বক চাকরি থেকে পদত্যাগ করানো প্রতিষ্ঠান প্রধানদের পুনর্বহালের দাবি
একতা প্রতিবেদক :
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদেরকে বেআইনিভাবে পদত্যাগ করানো হচ্ছে এবং অপমান-নির্যাতন করছে। এ নিয়ে গভীর উদ্বেগ, ক্ষোভ, প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি।
এ সংক্রান্ত কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা গত ২৩ আগস্ট রাত ১০ টায় অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম বিপ্লবের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-সভাপতি অমৃত কারণ, সুশান্ত ভাওয়াল, মো. আব্দুস সোবহান মিয়া, কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক তমাল দাস লিটন, অর্থ সম্পাদক নিরঞ্জন সরকার, পরিবেশ বিষয়ক সম্পাদক ফয়েজুল হক ফয়েজ, কেন্দ্রীয় সদস্য পরিমল চন্দ্র ঢালী, বাশার আল হামিদ প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, কোনো অপশক্তির হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকদের নাজেহাল করছে। শুধু তাই নয়, পদত্যাগ করানোর পর ন্যাক্কারজনকভাবে উপহাস-বিদ্রুপ করছে। চরম হেনস্তা করে শিক্ষকদেরকে সামাজিকভাবে হেয় করছে, মর্যাদা ক্ষুণ্ন করছে। শিক্ষকদেরকে এমনভাবে অপমান করা, মর্যাদা হানি করা বিশ্বের কোনো দেশে এ পর্যন্ত হয়েছে কিনা আমাদের জানা নেই। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান যদি কোনো অনিয়ম করে থাকে তা অভিযোগ করার সুনির্দিষ্ট জায়গা রয়েছে। সংশ্লিষ্ট বিভাগে অভিয়োগ করে এর প্রতিকার চাইতে পারে। এভাবে কোনো শিক্ষককে অপদস্ত করা এটা একপ্রকার সন্ত্রাসী কার্যকলাপ। যারা কোমলমতি শিক্ষার্থীদেরকে ব্যবহার করে এসব হীন ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষার্থী কর্তৃক এমন সব অপকর্ম সাধারণ শিক্ষার্থীদের গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে এবং এর দায় তাদের উপর যাচ্ছে।
নেতৃবৃন্দ অবিলম্বে জোরপূর্বক ও বলপ্রয়োগ করে পদত্যাগ করানো প্রধান শিক্ষকদেরকে স্বপদে বহাল করতে এবং এগুলোর যাতে আর পুনরাবৃত্তি না ঘটে তার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
শেষের পাতা
১০ ব্যাংকের প্রভিশন ঘাটতি সাড়ে ৩১ হাজার কোটি টাকা
বাজার ভরা, তবুও চড়া সবজির দাম
শ্রম উপদেষ্টার সঙ্গে গার্মেন্ট টিইউসি নেতৃবৃন্দ সাক্ষাৎ
আমান আযমীকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা
দখলদারিত্ব, সন্ত্রাস-চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ, বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন
হুমকি-ধামকি-হয়রানি বন্ধ করে শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিন
দীঘিনালায় বন্যার পানিতে গ্রামীণ সড়ক ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি
পাটের মণ ৫ হাজার টাকা দাবি কৃষকদের
পাট উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ পরবর্তী খুলনায় সংবাদ সম্মেলন
আলোচনা করে শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিন
৭ দিনের সংবাদ...
Login to comment..