যুব ইউনিয়ন লড়াই-সংগ্রামের ভ্যানগার্ড সংগঠন
বগুড়া সংবাদদাতা :
সাহসী যৌবনে সুন্দর আগামী এই স্লোগানকে ধারণ করে ১৯৭৬ সালে প্রতিষ্ঠা লগ্ন থেকেই এদেশের আপামর যুব সমাজের শোষণ বঞ্চনার প্রেক্ষিতে, যুগ যুগ ধরে যুব সমাজের অর্থনৈতিক মুক্তির লক্ষ্য নিয়ে সংগঠনটি নিরলসভাবে আন্দোলন-সংগ্রাম করে আসছে। যুবকদের ঘুষ ছাড়া চাকরি চাই, সরকারি চাকরিতে পে অর্ডার বাতিলের আন্দোলন, হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে আন্দোলন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, কর্মসংস্থানের আন্দোলন, সর্বশেষ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে বাংলাদেশ যুব ইউনিয়ন। যুব ইউনিয়ন বাংলাদেশের লড়াই-সংগ্রামের ভ্যানগার্ড সংগঠন।
বাংলাদেশ যুব ইউনিয়ন বগুড়া জেলা কমিটি আয়োজিত ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ২৮ আগস্ট সকাল ৮টায় জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিকাল ৫টায় অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সংগঠনটির সভাপতি ফারহানা আক্তার শাপলার সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইদুর রহমান পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এই সভা। সভার শুরুতেই ২০২৪ এর জুলাই-আগস্টে স্বৈরাচারী শাসক শেখ হাসিনার বিরুদ্ধে গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এ সময় আলোচনা করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্না, সাবেক যুব ইউনিয়ন সভাপতি সাজেদুর রহমান ঝিলাম, সাবেক সাধারণ সম্পাদক শাহনিয়াজ কবির খান পাপ্পু, সাবেক যুবনেতা আব্দুল লতিফ, লিয়াকত আলী কাক্কু, কেন্দ্রীয় কমিটির সদস্য মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ রবিন, যুথি সাজ, কোষাধ্যক্ষ শাওন পাল, সদস্য সাদ্দাম হোসেন, সদস্য শামীম হোসেন জুয়েল প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচার সরকার পতনের পর দেশ এক গভীর ক্রান্তিকাল অতিক্রম করছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী, কুমিল্লা, নোয়াখালি, চাঁদপুর অঞ্চলে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়ে উঠতে পারেনি। এই মুহূর্তে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ যুব ইউনিয়ন চায় শত শহীদের পতাকা বাহক যুব সমাজের মেধা এবং শ্রমকে কাজে লাগিয়ে সুখি, সমৃদ্ধ দেশ গড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে। আর এই লক্ষ্যকে সামনে রেখেই আজ থেকে ৪৮ বছর আগে বাংলাদেশ যুব ইউনিয়নের পথচলা। যুব সমাজকে ঐক্যবদ্ধ করে দেশ এবং জাতীর কল্যাণে পাশে থেকে দেশপ্রেমিক যুব সমাজ গঠনই বাংলাদেশ যুব ইউনিয়নের অন্যতম লক্ষ্য। দেশের বন্যা পরিস্থিতিকে সামনে রেখে ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে বাংলাদেশ যুব ইউনিয়ন। বিগত স্বৈরাচারী শাসক সমাজের রন্ধে রন্ধে যে অবক্ষয়, লুটপাট করে গছে, প্রত্যেকটা সেক্টরে যে স্বৈরাচারী অবকাঠামো তৈরি করে গেছে এবং বিদেশে যে কোটি কোটি টাকা পাচার করেছে তা ফিরিয়ে এনে কর্মসংস্থান সৃষ্টি করবে এই সরকার এই প্রত্যাশা ব্যক্ত করেন। বাংলাদেশকে রিফর্মেশন করতে সরকারকে সহযোগিতা করা অব্যাহত রাখবে বাংলাদেশ যুব ইউনিয়ন। সেই সঙ্গে ফ্যাসিস্ট শেখ হাছিনা সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া ২৬টি রাষ্ট্রায়ত্ব পাটকল ৬টি বন্ধ চিনি কল চালু করে দেশের বর্তমানে প্রায় এক তৃতীআংশ বেকার যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি করবে। সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে দ্রুত নিয়োগ দিয়ে বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করবে।
শেষের পাতা
১০ ব্যাংকের প্রভিশন ঘাটতি সাড়ে ৩১ হাজার কোটি টাকা
বাজার ভরা, তবুও চড়া সবজির দাম
শ্রম উপদেষ্টার সঙ্গে গার্মেন্ট টিইউসি নেতৃবৃন্দ সাক্ষাৎ
আমান আযমীকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা
দখলদারিত্ব, সন্ত্রাস-চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ, বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন
হুমকি-ধামকি-হয়রানি বন্ধ করে শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিন
দীঘিনালায় বন্যার পানিতে গ্রামীণ সড়ক ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি
পাটের মণ ৫ হাজার টাকা দাবি কৃষকদের
পাট উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ পরবর্তী খুলনায় সংবাদ সম্মেলন
আলোচনা করে শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিন
৭ দিনের সংবাদ...
Login to comment..