বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের দিকে এগিয়ে যেতে হবে

সিপিবির উপজেলা-জেলা সভা চলমান

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

গাইবান্ধা সদর উপজেলা কমিটি আয়োজিত সমাবেশে বক্তব্য রাখছেন সিপিবি কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ
একতা প্রতিবেদক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বিভাগীয় সভাসমূহ শেষে দেশের সকল জেলা ও উপজেলায় সভা-সমাবেশ চলমান রয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে সভা সম্পন্ন করছেন। সভা থেকে নেতৃবৃন্দ আগামী দিনের কর্মসূচি ও আন্দোলনের সংগ্রামের দিকনির্দেশনা দেন। খুলনা : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগরের সোনাডাঙ্গা থানা কমিটির বর্ধিত সভা সকাল সাড়ে ১০টায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। থানা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক সঞ্জয় সাহার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালী, সম্পাদকমণ্ডলীর সদস্য শেখ আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়। আরও উপস্থিত ছিলেন সিপিবি নেতা ডা. ফরিদুজ্জামান, পলাশ দাস, মাহফুজুর রহমান মুকুল, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, সরোজ দাশ পিন্টু, শরিফুল ইসলাম সেলিম, দীপক ভদ্র, তুষার বর্মণ প্রমুখ। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় আলোচনা হয়। সভায় নেতৃবৃন্দ ছাত্র-জনতার বিজয়োত্তর দেশে ব্যাপক নৈরাজ্য ও সংখ্যালঘুদের উপর অত্যাচার, ঘরবাড়ি ও উপাসনালয় ভাঙচুরে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্থিতিশীল অবস্থা সৃষ্টির আহ্বান জানান। অপর এক প্রস্তাবে বন্যার্ত এলাকায় দুর্দশাগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। বগুড়া : বগুড়ায় শেরপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বর্ধিত সভা গত ২২ আগস্ট বিকেল ৩ ঘটিকায় উপজেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হরিশংকর সাহার নিজ বাসভবন তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় দেশের বর্তমান প্রেক্ষাপটসহ সাংগঠনিক কর্মপন্থা নিয়ে বিশদ আলোচনা করা হয়। আলোচনা করেন যথাক্রমে ক্ষেতমজুর সমিতি উপজেলা সভাপতি ও সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কবি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ, শহর শাখার সভাপতি বিশ্বনাথ দে, শ্রমিক নেতা রেজাউল করিম, সদস্য সাজাহান আলী সাজা, যুব নেতা গৌতম সাহা, সভাপতি হরিশংকর সাহা প্রমুখ। মেহেরপুর : গত ২৩ আগস্ট বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মেহেরপুর জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতা এবং বন্যায় নিহত মানুষের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। শহিদুল ইসলামের সভাপতিত্বে ও শহিদুল ইসলাম কাননের সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সংগঠক ইদ্রিস আলী, হাবিবি জহির, মুসাকরিম, সিদ্দিকুর রহমান, রফিক উদ্দিন, মাহমুদুল ইসলাম, উষা, পাভেল, অ্যাড. মিজানুর রহমান প্রমুখ। পিরোজপুর : গত ২৩ আগস্ট সকাল ১১টায় জেলা পার্টি অফিসে সিপিবি, পিরোজপুর জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। পরিতোষ সোমাদ্দার এর সভাপতিত্বে দেশের বর্তমান অবস্থা ও পার্টির করণীয় বিষয়ে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান। আলোচনায় অংশগ্রহণ করেন হুমায়ন কবির, জিয়াউল হক, নিরঞ্জন হালদার, লুৎফর রহমান, ইকতিয়ার হোসেন পান্না, তপন বসু, অ্যাড. বাহাদুর, স্বপন কুমার চক্রবর্তী, খ ম মিরাজ প্রমুখ। শারীরিক অসুস্থতার কারণে দিলীপ পাইক ও আব্দুর রহিমের অর্পিত দায়িত্ব পালনে অক্ষমতার কারনে সর্বসম্মতিক্রমে তপন বসুকে ভারপ্রাপ্ত সভাপতি ও ইখতিয়ার হোসেন পান্নাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। রাজশাহী : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজশাহী জেলা কমিটির সভা গত ২৩ আগস্ট রাগিব আহসান মুন্না বাসভবনে অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা সিপিবির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন রেজা জেনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফতাব হোসেনের সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. আনোয়ার হোসেন রেজা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক রাকসু ভিপি রাগিব আহসান মুন্না, জেলার সহ-সাধারণ সম্পাদক ও মহানগর সাধারণ সম্পাদক অজিত মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান বিজন সরকার, জুলফিকার আহমেদ গোলাপ, মাসুদ রানা দুলাল প্রমুখ। কমরেড আনোয়ার হোসেন রেজা বলেন, ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের পতনের মধ্যে দিয়ে আমাদের যে বিজয় অর্জিত হয়েছে, তার নস্যাৎ হতে দেওয়া যাবেনা। আমাদের চারিদিকের অপশক্তি সম্পর্কে সচেতন থেকে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনের দিকে এগিয়ে যেতে হবে। শোষণমুক্তি তথা বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় শ্রেণি সংগ্রামকে অগ্রবর্তী করতে হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..