বন্যাদুর্গত মানুষদের মধ্যে বাম দলসমূহের ত্রাণ বিতরণ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

বন্যায় আক্রান্ত অঞ্চল পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে ক্ষতিগ্রস্তদের সঙ্গে আলোচনা করছেন সিপিবি, বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদবিরোধী বামমোর্চা, বাংলাদেশ জাসদ এর নেতৃবৃন্দ
একতা প্রতিবেদক: বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গত ২৮ আগস্ট দুপুরে ফেনী শহরতলীতে সুলতানপুর এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। বিকেলে নেতৃবৃন্দ নোয়াখালীতে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ বিরতণ করেন। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজর, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক নজরুল ইসলাম, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন আহমেদ নাসু, সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য সুশান্ত সিনহা সুমন, বাসদ (মাহাবুব) নেতা মহিন উদ্দিন চৌধুরী লিটন। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বামজোটের সমন্বয়ক জসিম উদ্দিন, বাসদ জেলা আহ্বায়ক মালেক মুনসুর, সিপিবি জেলা সভাপতি বিমল চন্দ্র, সাধারণ সম্পাদক ইমাম হোসেন স্বপন প্রমুখ। ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দ সমন্বিত কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন এলাকায় দুর্গত মানুষদের মাঝে শুকনো খাবার, রান্না করা খাবার, স্যালাইন, ঔষধসহ প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ এবং ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষতির পরিমাণ নির্ধারণের আহ্বান জানান। নেতৃবৃন্দ অস্বচ্ছলদের পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। নেতৃবৃন্দ বন্যা দুর্গত এলাকায় আগামীতে আবারো বন্যার সময় যাতে মানুষ এবারের মতো দূরবস্থায় না পড়েন তাঁর জন্য স্থানীয় জনগণের সম্পৃক্ততার মধ্য দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..