রাষ্ট্রীয়ভাবে পাটকল চালু ও আধুনিকায়ন, শ্রমিকের সকল পাওনা পরিশোধের দাবি

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে বৈঠক

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা প্রতিবেদক : গত ২৭ আগস্ট দুপুরে সচিবালয়ে বস্ত্র ও পাট উপদেষ্টা এম সাখাওয়াতের সঙ্গে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এর নেতৃত্বে ‘পাটকল রক্ষায় নাগরিক পরিষদ’ এর সদস্যবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ এর উপস্থিতিতে সাক্ষাতে পরিষদের সদস্যরা দেশে বন্ধ থাকা পাটকল পুনরায় চালুসহ একাধিক বিষয়ে আলাপ করেন, পরে দাবি সম্বলিত একটি লিখিত বস্ত্র ও পাট উপদেষ্টাকে হস্তান্তর করেন। রাষ্ট্রায়ত্ত পাটকল পুনরায় রাষ্ট্রীয় মালিকানায় চালু; স্কপের প্রস্তাবনাকে বিবেচনায় নিয়ে পাটকলগুলো আধুনিকায়ন করা; ৫টি মিলসহ শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধ; লিজকৃত মিলগুলোর লিজ বাতিল করা; সাবেক পাটমন্ত্রী, সচিব, বিজেএমসি’র কর্মকর্তাদের দুর্নীতির তদন্ত ও বিচার; মিলের যন্ত্রপাতি-সম্পদ লুটপাট প্রতিহত করা; ব্যক্তি মালিকানাধীন পাটকলের শ্রমিকদের চাকরি স্থায়ীকরণ, শিশুশ্রম নিয়োগ বন্ধ ও দৈনিক ন্যূনতম মজুরি ৫০০ টাকা করা; ‘ম্যান্ডেটরি প্যাকেজিং এ্যাক্ট’ বাস্তবায়ন করা; শ্রমিকদের সকল মামলা দ্রুত নিষ্পত্তি ও নিষ্পত্তিকৃত মামলার শ্রমিকদের পাওনা দ্রুত পরিশোধ করা; আন্দোলনকারী শ্রমিক নেতাদের নামে দায়েরকৃত সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করাসহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের বস্ত্র ও পাট উপদেষ্টা এম সাখাওয়াত বলেছেন, ‘বর্তমানে বন্ধ থাকা পাটকলের মধ্যে যেকোন একটা পরীক্ষামূলকভাবে চালু করে দেখা যেতে পারে। ৫টি পাটকলে শ্রমিকের যতো পাওনা রয়েছে, তা পরিশোধে কাজ করবো। এ সংক্রান্ত নীতির আলোকে আলোচনা করে পাটখাতের বিদ্যমান সমস্যা সমাধানের চেষ্টা করবো।’ এসময় আরো উপস্থিত ছিলেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের অ্যাড. কুদরত ই খুদা, এস এ রশীদ, মোজাম্মেল হক খান, জনার্দন দত্ত নাটু, মনির হোসেন, সামশাদ আলম সমশ, অলিয়ার রহমান, আব্দুর রাজ্জাক তালুকদার, মনির চৌধুরী সোহেল প্রমুখ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..