বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদ ছাত্র ইউনিয়নের

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। “বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত স্পষ্টতই গণতান্ত্রিক অধিকার খর্ব করার শামিল। জোরপূর্বক রাজনৈতিক অধিকার হরণ করাও স্বৈরাচারী আচরণ। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর দেশপ্রেমিক সকল মত-পথের সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হওয়ার কথা থাকলেও একটি কুচক্রীমহল নিজেদের স্বার্থে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পাঁয়তারা করে আসছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি দীর্ঘদিন ধরে চলে আসা রাষ্ট্রীয় বিরাজনীতিকরণেরই একটি অংশ। আমরা ছাত্র ইউনিয়ন থেকে সবসময়ই দেশপ্রেমিক, প্রগতিশীল জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছি। একইসাথে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে এবং গণতন্ত্রকে সমুন্নত রাখতে ছাত্র ইউনিয়ন সর্বদাই রাজপথে লড়াই সংগ্রামে থেকেছে। স্বৈরাচার হাসিনা বিরোধী লড়াইয়ে ছাত্র ইউনিয়নের দুইজন কর্মী শহীদ হয়েছেন। আমরা অবিলম্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাই। একইসাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সকলের পূর্ণ গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানাই। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কার্যালয় ভাঙচুরে জড়িতদের অতিদ্রুত চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। আমরা পরিষ্কার করে বলতে চাই, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে যারাই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে বাঁধা তৈরি করবে তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। বিশ্ববিদ্যালয়ে সুস্থ ধারার আদর্শভিত্তিক রাজনীতি নিশ্চিত করতে আমরা সকল অংশীজনকে সহযোগিতা করার আহ্বান জানাই।” সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা এবং সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এসব কথা বলেন। প্রসঙ্গত, গত ২৮ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত জানানো হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..