প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য বিজ্ঞাপন সংগ্রহ করুন

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
৩১ জুলাই ২০২৪ আমাদের প্রিয় সাপ্তাহিক একতা ৫৫তম বর্ষে পদার্পণ করছে। এ উপলক্ষে সারাদেশব্যাপী একতা’র পাঠক, গ্রাহক, এজেন্ট, শুভানুধ্যায়ীদের কাছে বিজ্ঞাপন সংগ্রহের অনুরোধ জানানো হচ্ছে। আপনারা জানেন বছরের এই বিশেষ সময়ের একতা’র জন্য বিজ্ঞাপন সংগ্রহ করা হয়, যা দিয়ে সারা বছর পত্রিকাটি সচল থাকে। গত বছরও এই কাজে আপনাদের সাহসী সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করেছিল। এবারো সেই একই আবেদন রাখছি সকলের কাছে। বিজ্ঞাপন সংগ্রহের জন্য প্রয়োজনীয় ফর্ম ইতোমধ্যে বিভিন্ন জেলায় পাঠানো শুরু হয়েছে। যারা এখনো সেই ফর্ম পাননি তাদেরকে ০১৭১১২৩৯১৯২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। বিজ্ঞাপনের পাশাপাশি একতার বকেয়া পরিশোধেরও অনুরোধ জানানো হচ্ছে। একতার জন্য পাঠানো সংবাদের প্রতি মনোযোগ দিতে এবং একতার প্রকাশের জন্য নিয়মিত লেখা (বিশেষ রচনা, স্মরণ, অভিমত, ফিচার ইত্যাদি) ekotamail@gmail.com উক্ত মেইলে পাঠানোরও আহ্বান জানানো হচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের সংখ্যাগুলো আগামী ৩১ আগস্ট থেকে প্রকাশিত হবে। সেই সংখ্যাটির অতিরিক্ত কপি যারা সংগ্রহ করতে চান তাদেরকে একতা’র দপ্তরে যোগাযোগ করতে হবে। একতা’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী সংখ্যার জন্য বিজ্ঞাপন সংগ্রহ করুন। সমাজ-প্রগতির হাতিয়ারকে অগ্রসর করুন। - সম্পাদক

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..