সুপ্রিম কোর্টে গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্রতিবাদ সমাবেশ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : পুলিশ, বিজিবিসহ সরকারি পেটোয়া বাহিনী লেলিয়ে দিয়ে কোটাসংস্কার আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী, নিরীহ নাগরিকদের নির্বিচারে হত্যার বিচার, গণগ্রেফতার বন্ধ এবং নাশকতার তদন্ত ও বিচার দাবিতে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির প্রতিবাদ সমাবেশ গত ৩১ জুলাই দুপুর একটায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামসুল হক চৌধুরী হলে অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং ঢাকা বার শাখার সভাপতি অ্যাড. সোহেল আহমেদ। সভায় বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. হাসান তারিক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সুপ্রিম কোর্ট বার শাখার সাধারণ সম্পাদক অ্যাড. হুমাউন কবির, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাড. তারজেল হোসেন, অ্যাড. রেজাউল ইসলাম রিয়াজ, অ্যাড. মনোয়ারুল ইসলাম উজ্জ্বল, সিনিয়র সদস্য অ্যাড. হরেন্দ্র নাথ মন্ডল, অ্যাড. ড. আউয়াল প্রমুখ।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..