ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের বিক্ষোভ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা বিদেশ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। আগামী ৫ আগস্ট তাঁর জেলবন্দী দিনে রাজপথে এ কর্মসূচি পালন করা হবে। রাজধানী ইসলামাবাদে পিটিআইয়ের নেতা আসাদ কায়সার এক সংবাদ সম্মেলনে এ বিক্ষোভের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ওমর আইয়ুব খান ও অন্য নেতারা উপস্থিত ছিলেন। ইমরান খান এক বছর ধরে কারাগারে রয়েছেন। ২০২৩ সালের ৫ আগস্ট তাঁকে লাহোর থেকে গ্রেপ্তার করা হয়েছিল। অবৈধভাবে রাষ্ট্রীয় উপঢৌকন বিক্রির অপরাধে (তোশাখানা মামলা) তাঁকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এর আগে ২০২২ সালের ৯ এপ্রিল পার্লামেন্টে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারিয়েছিলেন তিনি। পিটিআই সরকারের সময় দেশটির জাতীয় পরিষদের স্পিকারের দায়িত্বে ছিলেন আসাদ কায়সার। তিনি সংবাদ সম্মেলনে বলেন, বর্তমানে পিটিআইয়ের নেতা-কর্মীরা নির্বিচার নিপীড়নের শিকার হচ্ছেন। দলের আইনপ্রণেতা ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় কর্মীদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হচ্ছে। ১২ জুলাই সুপ্রিম কোর্ট আনুপাতিক হারে পিটিআইয়ের জন্য নারী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসন বরাদ্দের আদেশ দেন। ওই আদেশে পিটিআইকে সংরক্ষিত আসনের জন্য তাঁদের প্রার্থীদের নামের তালিকা ১৫ দিনের মধ্যে নির্বাচন কমিশনে জমা দিতে বলা হয়েছে। আর নির্বাচন কমিশনকে নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা সাত দিনের মধ্যে প্রকাশ করতে বলা হয়। তবে ওই আদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করেছে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। আসাদ বলেন, স্বপ্রণোদিত হয়ে সুপ্রিম কোর্টের দেওয়া ওই আদেশের পর তাঁদের দলের বিরুদ্ধে সরকারের গড়্গহস্ত নেমে এসেছে। তিনি বলেন, নেতা-কর্মীদের ভিত্তিহীন বিভিন্ন মামলায় জড়ানো হচ্ছে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..