রাশিয়া-পশ্চিম বন্দিবিনিময়
একতা বিদেশ ডেস্ক :
রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে বড় বন্দিবিনিময় হলো। এই প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার সাংবাদিক ইভান গার্শকোভিচসহ উভয় পক্ষের মোট ২৬ জন মুক্তি পেয়েছেন।
তুরস্কের মধ্যস্থতায় এই বন্দিবিনিময় চুক্তি হয়েছে। এই চুক্তির সঙ্গে যুক্ত আছে সাতটি দেশ। চুক্তির আওতায় রাশিয়ার কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১৬ জন। আর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১০ জন। মুক্তির পর বন্দীদের আঙ্কারার মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হচ্ছে।
রাশিয়ার কারাগার থেকে ছাড়া পাওয়া ১৬ জনের মধ্যে যুক্তরাষ্ট্রের ৩ নাগরিক, ১ জন মার্কিন গ্রিন কার্ডধারী, ৫ জন জার্মান ও ৭ জন রুশ রাজবন্দী রয়েছেন।
তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার যে ১০ বন্দী ছাড়া পেয়েছেন, তাঁরা যুক্তরাষ্ট্র, নরওয়ে, স্লোভেনিয়া, পোল্যান্ড ও জার্মানির কারাগারে ছিলেন।
রাশিয়ার কারাগার থেকে সাংবাদিক গার্শকোভিচের সঙ্গে মুক্তি পেয়েছেন সাবেক মার্কিন নৌসেনা পল হুইলেন, মার্কিন-রুশ দ্বৈত নাগরিক অলসু কুরমাশেভা ও মার্কিন গ্রিন কার্ডধারী কারা-মুর্জা।
আন্তর্জাতিক
বিশ্ব পরিস্থিতি ও বাংলাদেশ প্রেক্ষাপটে সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান
যুদ্ধের বিভীষিকা ভোলাতে শিশুদের জন্য খুদে বাদ্যশিল্পীর গান
আমেরিকায় ভোট : সমাজতান্ত্রিক প্রার্থীর নাম কাটতে মরিয়া ডেমোক্রেট ও রিপাবলিকানরা
জর্জিয়ার স্কুলে বেপরোয়া গুলি নিহত ৪, গ্রেপ্তার নাবালক
ইসরায়েলে ট্রেড ইউনিয়নের ধর্মঘটের ডাক
বামপন্থীদের ঠেকাতে বার্নিয়েরকে প্রধানমন্ত্রী করলেন ম্যাক্রোঁ
বামপন্থী দলের সমর্থন প্রত্যাহারে সংকটে জাস্টিন ট্রুডো
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের সামরিক অবকাঠামো বিধ্বস্ত
৭ দিনের দুনিয়া
Login to comment..