কোটা সংস্কার আন্দোলনে ছাত্র-জনতা হত্যার দ্রুত বিচার, হত্যাকা- ও ধ্বংসযজ্ঞ ঠেকাতে না পারার দায়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে রাজধানীতে সিপিবির মিছিল। পল্টন মোড়ে সমাবেশ শেষে নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা করে একতা প্রতিবেদক :
স্মরণকালের হত্যাযজ্ঞ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসযজ্ঞ ঠেকাতে না পারার দায় নিয়ে এখনই শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এই দাবিতে গত ৩ আগস্ট ঢাকাসহ একযোগে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরসমূহে বিক্ষোভ সমাবেশ করেছে সিপিবি।
কেন্দ্রীয় সমাবেশের অংশ হিসেবে গত ৩ আগস্ট বিকাল চারটায় পুরানা পল্টন মোড়ে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ প্রমুখ। এ সময় পার্টির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সরকারের দম্ভ ও স্বৈরাচারী আচরণের ফলে ছাত্র সমাজের দাবি না মেনে সারা বাংলাদেশে স্মরণকালের হত্যাযজ্ঞ সংগঠিত হলো। দীর্ঘদিন ধরে সরকার স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখল করে রেখে, সারাদেশে ভয়ের রাজত্ব কায়েম করে জনগণের কন্ঠকে রুদ্ধ করতে চেয়েছে। রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী দিয়ে দমন-পীড়ন করেই ক্ষমতা রক্ষার শেষ চেষ্টা করে চলেছে সরকার। কিন্তু সম্প্রতি ছাত্র তরুণেরা বুকের রক্ত দিয়ে যেভাবে রুখে দাঁড়িয়েছে তার মধ্য দিয়ে ভয়ের রাজত্বের বিরুদ্ধে জনগণকে বিদ্রোহের সাহস যুগিয়েছে।
নেতৃবৃন্দ বলেন কয়েকশো মানুষকে হত্যার পরও ছাত্র তরুনেরা রাজপথ দখলে রেখেছেন। আজ সারা দেশের ছাত্র জনতা ভয়কে উপেক্ষা করে রাজপথ দখলে নিয়েছে। এরপরও সরকার পদত্যাগ না করে নতুন নতুন নাটক তৈরির চেষ্টা করছে যা দেশবাসী গ্রহণ করছে না। সরকার ক্ষমতা আরও দীর্ঘায়িত করতে চাইলে সংকট আরো বাড়বে।
সিপিবি নেতারা সংকটের রাজনৈতিক সমাধানের জন্য আর এক মুহূর্ত দেরি না করে এখনই শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করতে বলেন। সেই সঙ্গে সিপিবি নেতৃবৃন্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির প্রতি পুনরায় দৃঢ় সমর্থন ব্যক্ত করেন।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবের সামনে সাম্প্রতিক আন্দোলনের শহীদদের স্মরণে নির্মিত ছাত্রদের অস্থায়ী বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এরপর সিপিবি নেতাকর্মীরা মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনারে যেয়ে ছাত্রদের সমাবেশে সংহতি জানান।