সিপিবির বিবৃতি
স্বৈরাচার ও স্বৈরাচারী ব্যবস্থার অবসানে আন্দোলনের আহ্বান
একতা প্রতিবেদক :
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দেশের এই সংকটময় সময়ে সিপিবির বক্তব্য ও কর্মসূচি দেশবাসীর সামনে তুলে ধরতে সংবাদপত্রে দেওয়া বিবৃতিসমূহে পার্টির গত ৩১ জুলাই এক বিবৃতিতে সিপিবি নেতারা, খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলের উপর হামলা নির্যাতন ও গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সভা-সমাবেশ করার অধিকার খর্ব করে, সভা-সমাবেশের উপর হামলা চালিয়ে, গ্রেপ্তার-নির্যাতন করে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে না।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন দেশে চলমান ছাত্র-জনতার আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে নানা ধরনের বয়ান সামনে আনা হচ্ছে।সচেতন দেশবাসী শাসকগোষ্ঠীর এ ধরনের বয়ানকে প্রত্যাখ্যান করে এসেছে।
গত ২ আগস্ট অপর এক বিবৃতিতে হত্যা, নির্যাতনের প্রতিবাদে ও ছাত্রদের দাবি আদায়ে দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার গণমিছিলে পুলিশ-দলীয় সন্ত্রাসীদের হামলা, গুলি ও মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, হত্যা নির্যাতন করে গদি রক্ষা করা যাবে না।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভয়-ভীতি উপেক্ষা করে সারাদেশে বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মানুষ রাজপথে পথে নেমে এসেছে। সরকারের বিরুদ্ধে গণরায় ঘোষণা করেছে। এটি উপেক্ষা করার পরিণাম হবে ভয়াবহ। আর কালবিলম্ব না করে শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করে দেশের মানুষের গণরায়কে মেনে নেয়া এবং সমস্যার রাজনৈতিক সমাধানের উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান।
দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতাকে যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে এবং মিথ্যা মামলা দেওয়া হচ্ছে তা নাজিরবিহীন। নেতৃবৃন্দ গ্রেপ্তারকৃত ছাত্র নেতাদের মুক্তি, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, ছাত্র নেতৃবৃন্দ সহ সারাদেশে গণগ্রেপ্তারকৃতদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। সারাদেশে চলমান আন্দোলনে ছাত্র জনতার সাথে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে একাত্ম হয়ে হত্যাযজ্ঞের বিচার, ধ্বংসযজ্ঞের জন্য প্রকৃত দায়ীদের চিহ্নিত বিচার এবং সরকারের পদত্যাগ ও দুঃশাসনের অবসানে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।
এসব দাবিতে গত ৩ আগস্ট দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদ মিছিল করেছে সিপিবি। ঢাকা, খুলনা, বরিশাল, ব্রাক্ষণবাড়িয়া, বগুড়া, গাইবান্ধা, চট্টগ্রাম, সিলেটসহ বিভিন্ন জেলায় এই কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।
প্রথম পাতা
দেশে দ্রুত স্থিতিশীলতা আনতে হবে
শেয়ারবাজার কারসাজিতে লুটপাট কয়েক হাজার কোটি টাকা
‘জাতীয় সম্পদ রক্ষা ও মানব মুক্তির সংগ্রাম এগিয়ে নিতে হবে’
জাতীয় সঙ্গীত-পতাকা মুক্তিযুদ্ধ, সংবিধান নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে
আন্দোলনে ওষুধ কারখানার শ্রমিকরা, উৎপাদন বন্ধ
ডেঙ্গু রোগী বাড়ছেই
মুক্তিযুদ্ধ, জাতীয় সংগীত ও জাতীয় পতাকা প্রশ্নে কোনো আপস নয়
‘কৌতুহলোদ্দীপক’
Login to comment..