বগুড়ায় সিপিবি নেতা শাওন পাল ও সাদ্দামের বিরুদ্ধে মিথ্যা মামলা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

বগুড়ায় সিপিবি অফিসে হামলার প্রতিবাদ এবং কোটা আন্দোলনে নিহতদের স্মরণে শোক মিছিল
একতা প্রতিবেদক : বগুড়ায় বাংলাদেশের সিপিবি দুই নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে আওয়ামী লীগ। তাঁরা হলেন সিপিবি বগুড়া জেলার সেঁউজগাড়ি শাখার সম্পাদক শাওন পাল এবং সাবেক ছাত্রনেতা ও সিপিবি সদস্য সাদ্দাম হোসেন। কোটা সংস্কার আন্দোলনের সময় সংঘটিত জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের ঘটনায় মিথ্যা অভিযোগে এই হয়রানিমূলক মামলা দায়ের করে তারা। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে গত ২৫ জুলাই বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দুই সাবেক ছাত্রনেতার বিরুদ্ধে ক্ষমতাসীন আওয়ামী লীগের দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। তারা বলেন, তীব্র গণআন্দোলনের মুখে পড়ে নিজেদেরকে রক্ষার জন্য আওয়ামী লীগ এখন এরকম মিথ্যা মামলা ও হামলার পথ বেছে নিয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, মিথ্যা মামলায় অভিযুক্তদের এই ঘটনায় জড়িত থাকার প্রশ্নই ওঠে না বরং ওই দিন সিপিবি অফিসেও হামলা ও ভাঙচুর করা হয় এবং পার্টি অফিসের ব্যানার-ফেস্টুন পুড়িয়ে দেওয়া হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..