ভিয়েতনামের সাবেক রাষ্ট্রপতির মৃত্যু

শোক জানাতে দূতাবাসে সিপিবি নেতারা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা প্রতিবেদক : সমাজতান্ত্রিক ভিয়েতনাম প্রজাতন্ত্রের সাবেক রাষ্ট্রপতি, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড নুয়েন ফু ট্রং এর মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির এই বর্ষীয়ান নেতার মৃত্যুতে ঢাকাস্থ ভিয়েতনাম দূতাবাসে খোলা শোক বইতে গত ২৫ জুলাই স্বাক্ষর করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান অ্যাড. হাসান তারিক চৌধুরী। স্বাক্ষর শেষে সিপিবির এই কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রয়াত সাধারণ সম্পাদক কমরেড নুয়েন ফু ট্রং এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং লাল সালাম জানান। এসময় বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের মান্যবর রাষ্ট্রদূত নুয়েন মানহ কুঅং এবং দূতাবাসের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির এই প্রবীণ নেতা গত ১৯ জুলাই ২০২৪ প্রয়াত হন। ভিয়েতনামের প্রয়াত এই নেতা ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত সফলভাবে দেশটির রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও এই নেতা ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ভিয়েতনামের জাতীয় পরিষদেরও চেয়ারম্যান ছিলেন। তিনি ভিয়েতনামের কেন্দ্রীয় সামরিক কমিশনের প্রধানের দায়িত্বও পালন করেছেন। ভিয়েতনামের বিপ্লবের মহান নেতা কমরেড হো চি মিন এর পর তিনি ছিলেন সেইসব বিরল যোগ্যতার নেতাদের একজন। যিনি একই সঙ্গে এতো দীর্ঘ সময় রাষ্ট্র এবং পার্টির বহুবিধ গুরুত্বপুর্ন পদে অধিষ্ঠিত থেকেছেন। এই অসামান্য কমিউনিস্ট নেতার প্রয়াণে সিপিবির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একটি শোক বিবৃতি ইতোমধ্যেই ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির নিকট পাঠানো হয়েছে। সিপিবির এই শোক বিবৃতিতে বলা হয়, কমরেড নুয়েন ফু ট্রং এর মৃত্যুতে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি এবং দেশটির অপূরণীয় ক্ষতি সাধিত হলো। সিপিবি এই শোকের সময়ে ভিয়েতনামের কমরেডগণের সমব্যাথী। শোক বিবৃতিতে আরও বলা হয়, আধুনিক ভিয়েতনাম নির্মাণে প্রয়াত কমরেড নুয়েন ফু ট্রং এর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে রইবে। বাংলাদেশের জনগণ ও সিপিবির প্রতি প্রয়াত এই নেতার কমরেডসুলভ মনোভাবের জন্য সিপিবি এই নেতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..