অক্সফাম-এর রিপোর্ট
বিশ্বজুড়েই ধনকুবেরদের কাছে জমছে বিপুল সম্পদ
একতা বিদেশ ডেস্ক :
বিশ্ব জুড়ে আয় বৈষম্য বিপুল হারে বেড়ে চলেছে। জি-২০ বৈঠকে আয় বৈষম্য কমানোর নানা উদ্যোগের ঘোষণা হলেও বিশ্ব জুড়ে আয় বৈষম্যে কোন ভাবে রাশ টানা যায়নি। চলতি বছরের নভেম্বরে ব্রাজিলে হতে চলেছে জি-২০ বৈঠক।তার আগে ক্রমশ বেড়ে চলা আয় বৈষম্যের প্রকট চিত্র ফের সামনে নিয়ে এসেছে অক্সফাম। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, গত এক দশকে বিশ্বে ১ শতাংশ ধনীর সম্পদ বেড়েছে ৪২ ট্রিলিয়ন (১ লক্ষ কোটি) ডলার। এই সম্পদ বিশ্বের ৫০ শতাংশ মানুষের অর্জিত সম্পদের ৩৪ শতাংশ বেশি। মূল্যবৃদ্ধির হার হিসাবে গড়ে ১ শতাংশ ধনীর মাথাপিছু প্রকৃত সম্পদ বেড়েছে ৪ লক্ষ ডলার। সেখানে ৫০ শতাংশ নিম্ন আয়ের মানুষের সম্পদ বেড়েছে মাত্র ৩৩৫ ডলার।
বিশ্ব জোড়া বৈষম্যের সঙ্গে পার্শ্ববর্তী দেশ ভারতেও আয় বৈষম্যে আলাদা কোন ছবি নেই। উলটে তা আরও প্রকট বলা যায়। অক্সফাম জানাচ্ছে,ভারতে ২০১২ থেকে ২০২১ এই দশ বছরে দেশে যে সম্পদ তৈরি হয়েছে তার ৪০ শতাংশ জমা হয়েছে দেশের ১শতাংশ ধনীদের কাছেই। সেখানে সেই সম্পদের মাত্র ৩শতাংশ জমা হয়েছে ভারতের বাকি ৫০ শতাংশ নিম্ন আয়ের মানুষের কাছে। বর্তমানে ভারতের ধনী ৫ শতাংশ মানুষের কাছে জমা রয়েছে দেশের ৬০ শতাংশ সম্পদ। ৫০ শতাংশ মানুষের কাছে রয়েছে তার মাত্র ৩ শতাংশ সম্পদ। মোদী জমানায় বিপুল ধনীর সংখ্যাও বেড়ে চলেছে তা উল্লেখ করা হয়েছে রিপোর্টে। তাতে বলা হয়েছে ২০২০ সালে দেশে ধনকুবের সংখ্যা ছিল ১০২ জন ২০২২ সালে তা বেড়ে হয়েছে ১৬৬ জন। উল্লেখ করা যেতে পারে, ভারত সহ সারা বিশ্বেই ধনকুবেররা দেশের সরকারকে যা কর দেয় তা তাদের সম্পদের মাত্র ০.৫শতাংশ।
অক্সফাম জানাচ্ছে, জি-২০ বৈঠকে আশা করা যায় বিভিন্ন দেশের অর্থমন্ত্রীরা ধনীদের উপর কর বসিয়ে বৈষম্য কমানোর প্রস্তাব নিয়ে আলোচনা করবেন। গত বৈঠকে এই প্রস্তাব এলেও তা ভারত সহ বিভিন্ন দেশে কার্যকর হয়নি। ফলে ধনী গরিবে আরো বেশি হারে আয় বৈষম্য বেড়ে চলেছে। অক্সফামের বৈষম্য সংক্রান্ত নীতি প্রধান ম্যাক্স লসন জানাচ্ছেন, বিশ্বের ১শতাংশ ধনী আজও বিপুল সম্পদে তাদের পকেট ভরছে। অন্যদিকে কম আয়ের ৫০ শতাংশ মানুষ আরো নিঃস্ব থেকে নিঃস্বতর হচ্ছে।অক্সপাম রিপোর্ট জানাচ্ছে জি-২০ দেশের ১শতাংশ ধনীর আয় চার দশকে বেড়েছে ৪৫ শতাংশ হারে একই সঙ্গে সেই সব ধনীর কর কমেছে তাদের মোট প্রদেয় করের এক তৃতীয়াংশ হারে।
আন্তর্জাতিক
মাদুরোকে রুখতে বৈদেশিক হস্তক্ষেপ চান চরম দক্ষিণপন্থী নেতা এডমুন্ডো
উগ্র দক্ষিণ দিকে অস্ট্রিয়া
চীনের সংক্রমণ অস্বাভাবিক নয় : হু
ইউক্রেনের আরেকটি শহর দখল করল রাশিয়া
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল পুড়ছে বাড়িঘর, পালিয়েছেন বাসিন্দারা
চাদে প্রেসিডেন্ট কার্যালয় দখলের চেষ্টা, সংঘর্ষে ১৯ জন নিহত
মানচিত্র নিয়ে ক্ষুব্ধ আরব দেশগুলো
ফিলিস্তিনের প্রতিরোধ, পাল্টা হুঁশিয়ারি ট্রাম্পের
৭ দিনের দুনিয়া
Login to comment..