ইসরায়েলে অস্ত্র বিক্রিতে বিধিনিষেধ আরোপ করতে পারে যুক্তরাজ্য

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

একতা বিদেশ ডেস্ক : ইসরায়েলে অস্ত্র বিক্রির ওপর যুক্তরাজ্য নানা বিধিনিষেধ আরোপ করতে পারে বলে মিডল ইস্ট আইয়ের অনুসন্ধানে জানা গেছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ জ্যেষ্ঠ ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তোলা আপত্তিও যুক্তরাজ্য প্রত্যাহার করে নেবে-এমনটা মনে করা হচ্ছে। এসব বিষয়ে ভালোভাবে অবগত লেবার পার্টির একাধিক সূত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছে, যুক্তরাজ্যের ক্ষমতাসীন সরকার সামনের দিনগুলোতে ইসরায়েলে অস্ত্র বিক্রির ওপর সম্ভবত কিছু বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে। তবে অস্ত্র বিক্রি পুরোপুরি স্থগিত করা হবে না। নতুন সরকারে দায়িত্ব পেয়ে গত সপ্তাহে কাজ শুরু করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনই ল্যামি বলেন, ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইন কীভাবে প্রতিপালন করছে, সে বিষয়টি নিবিড়ভাবে পর্যালোচনা করে দেখার অনুরোধ জানিয়েছেন তিনি। তাঁর এ বক্তব্যের পর ইসরায়েলে যুক্তরাজ্যের অস্ত্র বিক্রির ওপর বিধিনিষেধ আরোপের সম্ভাবনার বিষয়টি প্রকাশ পেল।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..