বাম-গণতান্ত্রিক দলসমূহের সভা
কারফিউ প্রত্যাহার শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা সচল ও হাসিনা সরকারের পদত্যাগ দাবি
একতা প্রতিবেদক :
বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক যৌথ সভা গত ২৩ জুলাই বিকেল ৩টায় সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভার প্রস্তাবে অবিলম্বে কারফিউ প্রত্যাহার, সেনা ও বিজিবি সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেয়া, জীবন-যাত্রা স্বাভাবিক করতে অফিস-আদালত; স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খুলে দেয়া, ইন্টারনেটসহ জরুরি সেবা চালু, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদসহ ৩ শতাধিত ছাত্র-জনতা হত্যার বিচার, আন্দোলনকারী ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত, নিহত-আহতদের ক্ষতিপূরণ প্রদান, আন্দোলনকারী নেতাকর্মীদের গ্রেপ্তার বন্ধ করে শেখ হাসিনা সরকারের পদত্যাগের জোর দাবি জানানো হয়।
সভার অপর এক প্রস্তাবে ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামসহ আন্দোলনকারী ছাত্রদের ওপর নির্যাতন, বিরোধী ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতাকর্মীদের গণগ্রেপ্তার, দমন-পীড়নের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয় সরকার ফ্যাসিবাদী শাসন ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চলমান সংকট সৃষ্টির মূল কারণ ও তার গভীরতা অনুধাবন করে সমাধানের পথে না গিয়ে ঘটনার একতরফা বয়ান গণমাধ্যমসহ নানাভাবে প্রচার করেছে। সরকারের এই গোয়েবলসীয় মিথ্যা ভাষণ জনগণ গ্রহণ করছে না।
সভার প্রস্তাবে দমন-পীড়ন-নির্যাতন বন্ধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলা হয় ফ্যাসিবাদী সরকারের দম্ভ, অহমিকা, কালক্ষেপনের ফলে ছাত্রদের কোটার আন্দোলন আর কোটায় সীমাবদ্ধ নাই। এটা এখন সর্বস্তরের ছাত্র, শ্রমিক, জনতার গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে পরিণত হয়েছে। ফলে যে রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে বর্তমান শেখ হাসিনা সরকারের পদত্যাগের মাধ্যমে এর সমাধান দাবি করা হয়।
বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী; বাংলাদেশ জাসদ এর সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও নয়া গণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সদস্য বেলাল চৌধুরী, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাসদ (মাহবুব) এর মইনুদ্দীন চৌধুরী লিটন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, সিপিবির মুজাহিদুল ইসলাম সেলিম, মিহির ঘোষ, পরেশ কর, বিপ্লবী কমিউনিস্ট লীগের অধ্যাপক আব্দুস সাত্তার, ডা. হারুন অর রশীদ, বাসদ (মার্কসবাদী) জয়দ্বীপ ভট্টচার্য, সমাজতান্ত্রিক পার্টির রুবেল সিকদার, নয়া গণতান্ত্রিক গণমোর্চার বিপ্লব ভট্টাচার্য, বাংলাদেশ জাসদের ডা. মুশতাক হোসেন প্রমুখ।
প্রথম পাতা
জাতীয় নির্বাচন নিয়ে কোনো অন্তরায় জনগণ মানবে না
নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ কেন প্রকাশ নয়
হঠাৎ টিসিবির পণ্য বিক্রি বন্ধ বিপাকে অর্ধ কোটি পরিবার
বাঁওড়ের ইজারা বাতিল করে জলমহাল ব্যবস্থাপনা নীতিমালা চায় মৎস্যজীবীরা
শ্রমিক আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র ছিলেন কমরেড সহিদুল্লাহ চৌধুরী
সেচের পানি বিতরণে অনিয়ম-হয়রানি বন্ধ কর
কালু শাহ্ মাজারে হামলা-ভাঙচুরের ঘটনায় সিপিবির নিন্দা ও ক্ষোভ
বাড়লো জীবনযাপনে ব্যয়
গাইবান্ধার গোবিন্দগঞ্জ আদিবাসী পল্লীতে অগ্নিসংযোগ
‘উপহার’
Login to comment..