নোয়াখালীর কোম্পানীগঞ্জে সিপিবির সম্মেলন
নোয়াখালী সংবাদদাতা :
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা সিপিবির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জুন বিকেল সাড়ে ৪টার দিকে বসুরহাট পৌরসভা মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অধিবেশনে বিমল মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা সিপিবির সভাপতি শহীদ উদ্দিন বাবুল, সিপিবি নেতা মোল্লা হাবিবুর রাছুল মামুন প্রমুখ। কাউন্সিল অধিবেশনে জগবন্ধু বৈষ্ণবের সভাপতিত্বে সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন অজয় কুমার আচার্য। রিপোর্টের সম্পূরক আলোচনা করেন সাখাওয়াত হোসেন, ক্ষিতিশ চন্দ্র দাস, রহুল আমিন প্রমুখ।
কাউন্সিল অধিবেশনে বিমল চন্দ্র মজুমদারকে সভাপতি ও অজয় কুমার আচার্যকে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।
Login to comment..