জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ
হরিজন সিটি কলোনির বাসিন্দাদের নামে জমি দলিল করে দিতে হবে
একতা প্রতিবেদক :
হরিজনদের ভূমির অধিকার এবং মিরনজিল্লা হরিজন সিটি কলোনির বাসিন্দাদের নামে জমি দলিল করে দেওয়ার দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
গত ৩ জুলাই সকাল ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
মিরনজিল্লা হরিজন সিটি কলোনি ভূমি রক্ষা আন্দোলনের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রবীণ হরিজন নেতা দুলাল দাস লালু চৌধুরীর সভাপতিত্বে ও বাংলাদেশ জয় ভীম ছাত্র-যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক হেমন্ত দাসের পরিচালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা ডা. হারুন অর রশীদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় নেতা নিখিল দাস, বাসদ (মার্কসবাদী)-র কেন্দ্রীয় নেতা সীমা দত্ত, নয়া গণতান্ত্রিক গণমোর্চার সমন্বয়ক জাফর হোসেন, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসিরউদ্দিন নাসু, সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা বেলাল চৌধুরী, জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান ফিরোজ, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা মনিরুদ্দিন পাপ্পু, সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের আইনজীবী আইনুননাহার লিপি, ছাত্রনেতা তামজীদ হায়দার, রায়হান উদ্দিন, মিরনজিল্লা পঞ্চায়েত কমিটির সভাপতি কৃষ্ণা চরণ, সাবেক সভাপতি অনু দাস, নির্মল চন্দ্র দাস, সাবেক সাধারণ সম্পাদক মহেশ লাল রাজু, জয় ভীম ছাত্র-যুব ফেডারেশনের নারী বিষয়ক সম্পাদক পুঁজা হেলা, সাংগঠনিক সম্পাদক তাতপুরী জেমস, বাংলাদেশ দলিত হিউম্যান রাইটস সংগঠনের সমন্বয়ক নন্দু বাঁশফোর, বাংলাদেশ হরিজন মানবাধিকার ফাউন্ডেশনের সংগঠক সাহিল দাস, সীমা রাণী প্রমুখ।
এছাড়াও সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ বলেন মিরনজিল্লা হরিজন সিটি কলোনির বাসিন্দাদের উচ্ছেদ করে সেখানে বহুতল মার্কেট নির্মাণের পায়তারা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এই পায়তারা বন্ধ করতে হবে। মিরনজিল্লার বাসিন্দা হরিজনেরা বংশপরম্পরায় চারশত বছর ধরে মিরনজিল্লায় বসবাস করে আসছেন। মিরনজিল্লা হরিজন সিটি কলোনি বাসিন্দাদের নামে দলিল করে দেওয়ার দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ও প্রগতিশীল দল-সংগঠন মিরনজিল্লা হরিজন সিটি কলোনির বাসিন্দাদের সংগ্রামের পাশে থাকবে।
শেষের পাতা
১০ ব্যাংকের প্রভিশন ঘাটতি সাড়ে ৩১ হাজার কোটি টাকা
বাজার ভরা, তবুও চড়া সবজির দাম
শ্রম উপদেষ্টার সঙ্গে গার্মেন্ট টিইউসি নেতৃবৃন্দ সাক্ষাৎ
আমান আযমীকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা
দখলদারিত্ব, সন্ত্রাস-চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ, বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন
হুমকি-ধামকি-হয়রানি বন্ধ করে শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিন
দীঘিনালায় বন্যার পানিতে গ্রামীণ সড়ক ও অবকাঠামোর ব্যাপক ক্ষতি
পাটের মণ ৫ হাজার টাকা দাবি কৃষকদের
পাট উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ পরবর্তী খুলনায় সংবাদ সম্মেলন
আলোচনা করে শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিন
৭ দিনের সংবাদ...
Login to comment..