সংস্কৃতির বিরুদ্ধে আগ্রাসন রুখে দাঁড়াও

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

নারায়ণগঞ্জ সংবাদদাতা : কুষ্টিয়া ও ঝিনাইদহে সংস্কৃতি কর্মীদের ওপর হামলা বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে গত ৪ জুলাই বিকাল ৫টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এই মানববন্ধনে অংশগ্রহণ করে। এতে সভাপতিত্ব করেন প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি জাকির হোসেন ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস। বক্তব্য রাখেন, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জেলা সংসদের সভাপতি জাহিদুল হক দীপু, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, উন্মেষ সাংস্কৃতিক সংসদের সভাপতি অ্যাড. প্রদীপ ঘোষ বাবু, সমাজ অনুশীলন কেন্দ্রের সংগঠক কবি রঘু অভিজিৎ রায়, সমমনা’র যুগ্ম-সাধারণ সম্পাদক কবি সেলিম ভূইয়া, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি দুলাল সাহা, প্রগতি লেখক সংঘ জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা নেত্রী শোভা সাহা প্রমুখ। মানববন্ধনে কবিতা আবৃত্তি করেন, আবৃত্তি শিল্পী ও প্রগতি লেখক সংঘে জেলা কমিটির প্রচার সম্পাদক তিথি সুবর্ণা ও প্রগতি লেখক সংঘের সদস্য কবি পল্লবী প্রত্যাশা। মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৬ জুন ২০২৪ কুষ্টিয়া সদর উপজেলার কাটমারী গ্রামের মহাত্মা লালন ফকিরের ভক্ত গাজীর উদ্দীন ফকিরের সহধর্মিণী (ফকির লালন সাঁইয়ের অনুসারী) চায়না বেগমের ওপর হামলা করা হয় ও তাঁর বাড়িঘর উচ্ছেদ করা হয়। অপর দিকে ঝিনাইদহে সাংবাদিক ও সংস্কৃতি কর্মী উদীচী শিল্পীগোষ্ঠী ঝিনাইদহ জেলা সংসদের সহ-সভাপতি আলমগীর অরণ্য’র ওপর সন্ত্রাসী হামলা করা হয়। এই হামলার বিরুদ্ধে মামলা করা হলেও এখনো পর্যন্ত হামলাকারী কাউকে গ্রেপ্তার করা হয়নি। আমরা এসকল সন্ত্রাসী হামলা ও বাড়িঘর ভাংচুরের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি। এভাবে একের পর এক সংস্কৃতির পর হামলা ও নানামুখী আগ্রাসন চলছে কিন্তু সরকার কোনো ব্যবস্থা গ্রহণ করে না। দেশের সকল প্রগতিশীল সংস্কৃতি নেতা-কর্মী ও সংগঠনগুলোকে এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার প্রস্তুতি নিতে হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..