দেশ একতরফা ও একদলীয় শাসন ব্যবস্থায় চলছে

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
চাঁদপুর সংবাদদাতা : দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, পাচারের টাকা ফেরত আনো, খেলাপি ঋণ উদ্ধার কর, নিত্যপণ্যের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে গত ২৮ জুন বিকেল ৫ টায় চাঁদপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা কমিটির উদ্যোগে বাবুরহাট বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি জেলা কমিটির সভাপতি জাকির হোসেন মিয়াজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা কমিটির সদস্য জহির উদ্দিন বাবর প্রমুখ। সভা পরিচালনা করেন সিপিবি নেতা জাফর আহম্মেদ। এ সময় বক্তারা বলেন, দেশ আজ একতরফা এবং একদলীয় শাসন ব্যবস্থায় চলছে। দেশের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে নিম্নস্তরের কর্মকর্তারা সীমাহীন দুর্নীতি-লুটপাট করছে। ব্যাংক থেকে দেশের গরীব-মেহনতিদের অর্থ লোপাট হচ্ছে। বিদেশে টাকা পাচার হচ্ছে। একদিকে দুর্নীতি অপরদিকে জিনিসপত্রের সীমাহীন মূল্যবৃদ্ধিতে দেশের মানুষ সর্বশান্ত হচ্ছে। মানুষ তাই দিশাহীন। এমন পরিস্থিতি সৃষ্টির আরেকটি কারণ দেশে গণতন্ত্র নাই, অগণতান্ত্রিক সরকার ক্ষমতায়। এভাবে রাষ্ট্র পরিচালিত হতে পারেনা। তাই অবিলম্বে সকল প্রকার দুর্নীতি বন্ধ করতে এবং সরকারকে পদত্যাগ করতে হবে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..