মান্দায় অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
নওগাঁ সংবাদদাতা : ক্ষেতমজুর নেতা সেকেন্দার আলীকে লাঞ্ছিত করার প্রতিবাদ ও নির্ধারিত টোল আদায় এবং হাটে হাটে তালিকা টানানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি। গত ১৪ থেকে ২৩ জুন নওগাঁ জেলার মান্দা উপজেলায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতা ও ক্ষেতমজুর সমিতির সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান এলাকার বিভিন্ন হাটে অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ সভা-সমাবেশে অংশগ্রহণ ও উপজেলা চেয়ারম্যান-ইউএনও এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচিতে অংশ নেন। এলাকার জনসাধারণের সঙ্গে স্থানীয় ও জাতীয় দাবিতে আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার বিষয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ক্ষেতমজুর সমিতি মান্দা উপজেলা কমিটির সভাপতি ও একতা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী ইজারাদার কর্তৃক লাঞ্ছিত হয়েছেন। এর প্রতিবাদে একতা প্রতিরোধ কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জুন বিকেলে উপজেলার গণেশপুর ইউনিয়নের সতীহাটে (গরুর হাট) কৃষক নেতা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এবং একতা প্রতিরোধ কমিটির সভাপতি আফাজ উদ্দিন মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ডা. এসএম ফজলুর রহমান। আরও বক্তব্য রাখেন ক্ষেতমজুর সমিতি নওগাঁ জেলার মান্দা উপজেলা শাখার সভাপতি ও একতা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, বাংলাদেশ কৃষক সমিতি মান্দা উপজেলা শাখার সভাপতি হাফিজুর রহমান, নওগাঁ জেলা ছাত্র ইউনিয়নের আহ্বায়ক ইরাক মাহমুদ, ক্ষেতমজুর নেতা আমজাদ হোসেন, মাওলালা মকবুল হোসেন জিহাদী, ব্যাবসায়ী হুমায়ন কবির মঞ্জু প্রমুখ। এ সময় সিপিবি নেতা আলাউদ্দিন, খোরশেদ আলম, মোহসীন আলী, আবুল হোসেন, আব্দুল কুদ্দুস, মোসলেম আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সিপিবি ও ক্ষেতমজুর সমিতি মান্দা উপজেলা শাখা মান্দার বিভিন্ন হাটে অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ সভা-সমাবেশ, স্মারকলিপি প্রদানসহ লড়াই সংগ্রাম করে আসছে। এরই ধারবাহিকতায় সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি অবিলম্বে চাঁদাবাজি বন্ধ করে সরকার কর্তৃক নির্ধারিত টোল আদায় এবং সরকারি টোল আদায়ের তালিকা সম্বলিত সাইন বোর্ড প্রতিটি বাজারে টাঙানোর দাবি জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..