৪২টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসন কর

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : গত ১ জুলাই সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের ৪২টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করার জন্য তাদের নামের তালিকা, চেয়ারম্যান কর্তৃক ভূমিহীন সনদপত্র, আইডি কার্ডের ফটোকপি, জাতীয়তা সনদপত্র ও ছবি উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল আলম ভূইয়ার নিকট জমা দেন। এই সময় উপস্থিত ছিলেন জেলা সিপিবির সম্পাদক অসিত পাল, সরাইল কমিউনিস্ট পার্টির সভাপতি দেবদাস সিংহ রায়, গৃহহীন, ভূমিহীন পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন নেপাল সরকার, মধু আচার্য, বাধন দাস, টপি মল্লিক, নেপাল সরকার প্রমুখ। নেতৃবৃন্দ ৪২টি পরিবারকে অনতিবিলম্বে পুনর্বাসন করার আহ্বান জানিয়ে বলেন, তারা অতিমানবেতর জীবন যাপন করছেন। মুক্তিযুদ্ধের ৫৩ বছর পর এরকম মানবেতর জীবন কাম্য নয়। এ ৪২টি পরিবারসহ সকল ভূমিহীন গৃহহীন পরিবারকে পুনর্বাসন করার দাবি জানান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল আলম ভূইয়া অতি দ্রুত ৪২টি পরিবারকে পুনর্বাসন করার আশ্বাস প্রদান করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..