সশস্ত্র হামলায় মালিতে নিহত ৪০

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
একতা বিদেশ ডেস্ক : মালির মধ্যাঞ্চলের একটি গ্রামে সশস্ত্র একদল হামলাকারী হামলা চালিয়ে অন্তত ৪০ জনকে হত্যা করেছে। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানান। মপতি অঞ্চলের জিগুইবম্বো গ্রামে সম্প্রতি এই হামলা হয়। মালির উত্তর ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় এক দশকের বেশি সময় ধরে আল–কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট নানা জিহাদি দল সক্রিয়। ওই হামলার বিষয়ে টেলিফোনে রয়টার্সকে বানকাস এলাকার মেয়র মৌলে গুইন্দো বলেন, এটা খুবই ভয়ংকর হামলা ছিল। হামলাকারীরা পুরো গ্রাম ঘিরে রেখেছিল এবং লোকজনকে লক্ষ্য করে গুলি করেছিল। হামলায় কতজন নিহত হয়েছেন, এ বিষয়ে মেয়র গুইন্দো কিছু জানাতে পারেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় দুই কর্মকর্তা বলেছেন, প্রায় ৪০ জনকে হত্যা করা হয়েছে। তাঁদের একজন বলেন, এটা ছিল গণহত্যা। যে গ্রামটিতে হামলা হয়েছে, সেখানে একটি বিয়ের আয়োজন চলছিল। সেখানে চরম আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল। কিছু মানুষ পালিয়ে যেতে পারলেও বেশির ভাগকেই হত্যা করা হয়েছে, নিহত ব্যক্তিদের বেশির ভাগই পুরুষ। কারা এই হামলা করেছে, এ বিষয়ে তাঁরা কোনো ধারণা দিতে পারেননি। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। ২০২০ সাল থেকে পশ্চিম আফ্রিকার মধ্য সাহেল অঞ্চলে এ ধরনের সহিংস ঘটনা প্রায়ই ঘটছে। মালি থেকে প্রতিবেশী দেশ বুরকিনা ফাসো এবং নাইজারেও জঙ্গিরা সক্রিয় হয়ে উঠেছে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..