একতা প্রতিবেদক :
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঝিনাইদহ জেলা সংসদের সহ-সভাপতি এবং শৈলকুপা শাখা সংসদের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন-এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সমাবেশ করেছে উদীচী কেন্দ্রীয় সংসদ। গত ৩ জুলাই বিকাল ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান-এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি প্রবীর সরদার, সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, সংগঠনের ঝিনাইদহ জেলা সংসদের সাবেক সভাপতি তোফাজ্জেল হোসেন লস্কর, গণজাগরণ মঞ্চের সংগঠক জীবনানন্দ জয়ন্ত, কেন্দ্রীয় খেলাঘর আসর-এর সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুবুর রহমান শিপন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র-এর সহ-সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া, ক্ষেতমজুর সমিতির সহ-সাধারণ সম্পাদক অর্ণব সরকার প্রমুখ।
প্রতিবাদী সমবেত গান পরিবেশন করেন উদীচীর শিল্পীরা। এছাড়া, একক গান পরিবেশন করেন মীর সাখাওয়াত হোসেন, সুস্মিতা কীর্তনিয়া এবং হৃদিক জাহান। একক আবৃত্তি পরিবেশন করেন সৈয়দা রত্না ও মনীষা মজুমদার। সমাবেশটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য আরিফ নূর।
সমাবেশে বক্তারা জানান, গত ৩০ জুন বিকালে ঝিনাইদহের শৈলকুপা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন উদীচী নেতা, আলমগীর হোসেন। এসময় কয়েকজন সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায়। তাদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আলমগীর। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর সেখানে তাকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অপারেশন করা হলেও তার অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সমাবেশে বক্তারা আরও বলেন, ঝিনাইদহের শৈলকুপায় দীর্ঘদিন ধরেই নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। এর প্রতিবাদে সবসময়ই সোচ্চার ভূমিকা পালন করেছেন উদীচী নেতা আলমগীর হোসেন। তাই, তার উপর সন্ত্রাসী হামলার পেছনে কোন বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে কিনা তা-ও খতিয়ে দেখা উচিত বলে মনে করে উদীচী। এ ঘটনায় আলমগীর হোসেন-এর স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন। তবে, হামলায় সরাসরি জড়িত কয়েকজনের ছবিসহ নাম-পরিচয় জানানো হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ বিষয়ে কোন কালবিলম্ব না করে পুলিশ ও প্রশাসনকে আরো সক্রিয় হওয়ার আহ্বান জানান বক্তারা। অবিলম্বে আলমগীর হোসেন-এর উপর হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান উদীচীর সমাবেশে অংশ নেয়া বক্তারা।
আলমগীর হোসেন-এর উপর হামলার প্রতিবাদ এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে এরই মধ্যে শৈলকুপা এবং ঝিনাইদহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উদীচীসহ সমমনা সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। এছাড়া, সাতক্ষীরাতেও উদীচীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ঝিনাইদহ : যুব ইউনিয়ন ঝিনাইদহ জেলা কমিটির সাবেক আহ্বায়ক ও উদীচী শিল্পীগোষ্ঠী ঝিনাইদহ জেলা সংসদের সহ-সভাপতি এবং শৈলকূপা শাখা সংসদের সাধারণ সম্পাদক আলমগীর অরণ্যের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঝিনাইদহে উদীচী ও যুব ইউনিয়নের উদ্যোগে প্রতিবাদী সমাবেশ এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উদীচী জেলা সংসদের সংগ্রামী সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এম শরিফের সভাপতিত্বে এবং যুব ইউনিয়ন ঝিনাইদহ জেলা সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মিটুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঝিনাইদহ জেলা কমিটির সভাপতি রবিউল আলম খোকন, সাধারণ সম্পাদক স্বপন বাগচী, প্রেসক্লাব ঝিনাইদহের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, জেলা বাসদের আহ্বায়ক অ্যাড. আসাদুল ইসলাম আসাদ, জেলা যুব ইউনিয়নের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আবু তোয়াব অপু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বায়েজিদ চাষা, উদীচীর জেলা সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ, সহ-সভাপতি শামিম আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক রাজু আহমেদ মিজান, সুরঙ্গন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস সম্রাট প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, এটা কোনোরূপ রাজনীতি-সংস্কৃতি বিচ্ছিন্ন নিছক ব্যক্তিগত ঘটনার পর্যায়ে নেই। এই ঘটনাও রাজনীতি নিরপেক্ষ নয়। দেশব্যাপী আওয়াজ তুলুন, সহযোদ্ধা আলমগীরের ওপর হামলাকারীদেরকে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতেই হবে।
এদিকে সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে, উদীচী শৈলকুপা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন অরণ্যের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিপিবি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ভারপ্রাপ্ত সভাপতি শাহীন রহমান এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এই প্রতিবাদ জানিয়েছেন।