লুটেরা শ্রেণির হাত থেকে দেশ বাঁচাতে কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করুন
চট্টগ্রাম সংবাদদাতা :
এই দেশের ইতিহাসে সকল দুঃসময়ে কমিউনিস্ট পার্টি তার দেশপ্রেমিক দায়িত্ব পালন করতে কখনো পিছু হয়নি। বর্তমান দুঃশাসনের বিরুদ্ধে পার্টি তার আপোষহীন সংগ্রাম চালিয়ে যাবে। সিপিবি তার কংগ্রেসের সিদ্ধান্ত মোতাবেক কোন লুটেরা বুর্জোয়া শক্তির সাথে আপোষ করবে না। এক লুটেরা শক্তিকে ক্ষমতা থেকে নামিয়ে আরেক লুটেরা গোষ্ঠীকে ক্ষমতায় বসানো কমিউনিস্ট বামপন্থীদের কাজ নয়।
লুটেরা ধনিক শ্রেণির দুর্নীতি-লুটপাটের কাহিনীর চিত্র একের পর এক প্রতিদিন বেরিয়ে আসছে তা বাস্তব অবস্থাতার চেয়ে হাজার ভাগের এক ভাগও নয়। লুটেরা শাসক শ্রেণির দুর্নীতি-লুটপাটের মহাউৎসব চলছে, তা সকল সময়কে অতিক্রম করেছে। এই অবস্থার পরিবর্তন জরুরি, দরকার বাম বিকল্প শক্তির বলয় গড়ে তোলা আর এই বলয় গড়ে তোলার নির্ভরযোগ্য শক্তি হলো সিপিবি। তাই সিপিবি বিরোধী সকল অপপ্রচার ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে একটি শক্তিশালী কমিউনিস্ট পার্টি সময়ের দাবি।
গত ২৯ জুন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা কমিটির সভায় ভারপ্রাপ্ত সভাপতি শাহীন রহমান এসব কথা বলেন।
এছাড়াও তিনি দেশের রাজনীতি অর্থনীতি ও পার্টির সাংগঠনিক বিষয়ে উপর বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ আরো বলেন রাজনৈতিক নেতারা যদি সৎ থাকে আমলা ও ব্যবসায়ীরা কখনো দুর্নীতি করে পার পাবে না, তাই লুটেরা চরিত্রহীন রাজনীতির কাছ থেকে রাজনীতি বাঁচাতে হবে। নেতৃবৃন্দ চট্টগ্রামের জলাবদ্ধতা, পাহাড় কাটা, পরিবেশ দূষণ ও মশার উপদ্রব নগরে ভয়াবহ সংকটের কথা তুলে ধরেন ও অবিলম্বে সমস্যা সমাধান করার আহ্বান জানান।
জেলা কমিটির সভাপতি অশোক সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাজনৈতিক ও সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সহকারী সাধারণ সম্পাদক নূরুচ্ছাফা ভূঁইয়া। রিপোর্টের ওপর আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী, ফরিদুল ইসলাম, মছিউদ দৌলা, ডা. চন্দন দাস, ইঞ্জি. দেলোয়ার মজুমদার, রেখা চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, রাশিদুল সামির, শিলা দাশ গুপ্তা, জামাল উদ্দিন প্রমুখ।
প্রথম পাতা
রাজপথের লড়াই জোরদার করতে হবে
ফুলবাড়ীর খুনি মাহমুদুর রহমানের হাতে একুশে পদক!
সরকারের নিষ্ক্রিয়তা পুরো পরিস্থিতিকে সংকটপূর্ণ করে তুলেছে : বামজোট
লড়াই আসলে ভিন্ন চরিত্রের
কমরেড সহিদুল্লাহ চৌধুরীর স্বপ্ন ছিল শোষণ-বৈষম্যহীন বাংলাদেশ
‘আমার তো পা নাই আমি কেমনে প্যাডেল রিকশা চালাবো’
‘শ্রমজীবী মানুষের রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে’
বগুড়ায় ছাত্র ইউনিয়নের কার্যালয়ে ভাঙচুর
ষড়যন্ত্র রুখে সমতার মন্ত্রে লড়াই অব্যাহত রাখার প্রত্যয়
ভোজ্য তেলের বাজার এখনো গরম
বীজে কৃষকের মাথায় হাত!
Login to comment..