বাজেট ও যুব সমাজের ভাবনা শীর্ষক সভা

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

ঝিনাইদহ সংবাদদাতা : বাংলাদেশ যুব ইউনিয়ন ঝিনাইদহ জেলা কমিটির উদ্যোগে বাজেট ও যুব সমাজের ভাবনা শীর্ষক আলোচনা সভা গত ২৫ মে বিকেলে শহরের ডা. কে আহমেদ সড়কের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের জেলা সভাপতি আবু তোয়াব অপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বায়েজিদ চাষার সঞ্চালনায় যুব ইউনিয়ন উত্থাপিত ‘বাজেট ও যুব সমাজের ভাবনা’ শিরোনামে প্রবন্ধ পাঠ করেন ঝিনাইদহ জেলার সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মিটুল। আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক যুবনেতা জাহাঙ্গীর আলম নান্নু। এছাড়া আলোচনায় অংশ নেন যুব ইউনিয়নের জাতীয় পরিষদ সদস্য সুজন বিপ্লব, কুষ্টিয়া জেলা সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক খন্দকার সোহেল আহমেদ, চুয়াডাঙ্গা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আনোয়ার জোয়ার্দ্দার প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, কর্মসংস্থান সৃষ্টি করে বেকারদের অর্থনৈতিক মুক্তি চাই। কর্মসংস্থান থেকে ছাঁটাই বন্ধ করে কর্মসংস্থানের ক্ষেত্র বৃদ্ধি করে দক্ষ যুব সমাজ গড়ে তুলে দেশকে প্রকৃতপক্ষে উন্নয়নের মডেলে রুপান্তর ঘটাতে হবে। নদীমাতৃক বাংলাদেশের নদীহন্তারক শাসকগোষ্ঠী নদনদী, খাল, বিল, পুকুর, দোহা, বাওড় ও প্রকৃতির জলাভূমিকে ইজারা দিয়ে প্রথাগত সত্ত্বাধিকারী মৎস্যজীবী জেলে জনজীবন, কৃষক ও ক্ষেতমজুরদের কর্মসংস্থান থেকে উচ্ছেদ করে বেকারত্বের অভিশাপগ্রস্ত করা হচ্ছে। এ অঞ্চলের বাওড়সহ সকল প্রকৃতির জলাভূমির মালিকানা ফিরিয়ে দিতে হবে, বিশালসংখ্যক জনগোষ্ঠীর পেটে লাথিমারা বন্ধ না করলে দেয়ালে পীঠঠেকা মানুষ ঘুরে দাঁড়িয়ে সমুচিত জবাব দিতে শাণিত হচ্ছে বলে নেতৃবৃন্দ হুঁশিয়ারি দেন। প্রকৃত কর্মহীন যুবকের জীবন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে বেকার ভাতা চালুর দাবি জানান নেতৃবৃন্দ।
শেষের পাতা
‘ন্যাশনাল টি কোম্পানির চা-বাগানের শ্রমিকদের বকেয়া পরিশোধ কর’
মজুরি পুনর্নির্ধারণের কার্যক্রম শুরু করার দাবি
‘সিন্ডিকেটের হাত থেকে দ্রব্যের দাম কমাতে পারেনি অন্তর্বর্তী সরকার’
কমরেড রেজাউল করিমের চতুর্থ প্রয়াণ দিবসে সভা
রাজশাহীর গোদাগাড়ীতে কৃষক সমাবেশ
ক্ষেতমজুরদের জন্য বিনা জমায় মাসিক পেনশন দাবি
অপরিকল্পিত খাল খননে রাস্তায় ধস
শীতের সবজির দামে ক্ষুব্ধ ক্রেতারা
ফিলিস্তিনের জনগণের মুক্তির লড়াইয়ে সংহতি জানিয়ে শাহবাগে মিছিল
সিপিবি গাইবান্ধা জেলা কমিটির বর্ধিত সভা
ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশ স্থগিত
চট্টগ্রামে চালের দাম বস্তায় বেড়েছে ৩০০ টাকা
৭ দিনের সংবাদ...

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..