কমিউনিস্ট পার্টির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email
ফরিদপুর সংবাদদাতা : গত ৩ জুন বিকাল ৩টায় ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ। কাউন্সিল অধিবেশনে আব্দুল মান্নান ফকিরের সভাপতিত্বে ও আব্দুর রহমান লালটুর সঞ্চালনায় সম্পাদকের উত্থাপিত রিপোর্টের উপর আলোচনা করেন সদর উপজেলা সম্মেলনে আগত প্রতিনিধিবৃন্দ। সর্বসম্মতিক্রমে আব্দুল মান্নান ফকিরকে সভাপতি ও আশরাফুল আলম বাবুকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি গঠন করা হয়। কমরেড মিহির ঘোষ চলমান দুঃশাসন হটাতে গ্রাম-শহরের সকল মানুষকে কমিউনিস্ট পার্টির পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..