কমরেড আব্দুল রশিদের হত্যাকারীদের বিচারের দাবি
রাঙামাটি সংবাদদাতা :
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি প্রক্রিয়ার অন্যতম নেতা বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক কমরেড শহীদ আব্দুল রশিদের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গত ৪ জুন সকালে রাঙামাটি জেলা শহরের রিজার্ভবাজারে অবস্থিত স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, বিভিন্ন সামাজিক-ক্রীড়া-সাংস্কৃতিক সংগঠনের জেলার নেতারা। শহীদ আব্দুল রশিদকে শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করেন উপস্থিত নেতবৃন্দ।
জেলা শিশু একাডেমিতে আলোয়িত আলোচনা সভায় জেলা যুব ইউনিয়নের সভাপতি মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে, জেলা সিপিবির সভাপতি সমীর কান্তি দে, সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া শংকর, জেলা উদীচীর সভাপতি অমলেন্দু হাওলাদার, জেলা যুব ইউনিয়নের সাবেক সভাপতি আশীষ দাশগুপ্ত, সাবেক সভাপতি এম জিসান বখতেয়ার, বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল রশিদ স্মৃতি সংসদের সহ-সভাপতি আবু সাদাৎ মো. সায়েম, শহীদ আব্দুল রশিদের ছেলে মোস্তফা রশিদ রনি, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি প্রান্ত রনি, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নিউটন চাকমা প্রমুখ। সঞ্চালনা করেন জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক সান্টু দেব।
এ সময় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল রশিদকে হত্যার ৩৪ বছরেও এই হত্যাকাণ্ডের বিচার হয়নি। বিচারহীনতার অপসংস্কৃতির আজকে নতুন নয়। এ সময় তারা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জোর দাবি করেন। একইসঙ্গে রশিদের হত্যাকারীদের বিচারের দাবি জানান।
উল্লেখ্য, ১৯৮৯ সালের ৪ জুন বনরূপার নিজ পত্রিকা অফিস সাপ্তাহিক পার্বত্য বার্তার কার্যালয়ের ভেতরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন এই নেতা। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক নেতা, চবির সিনেট সদস্য পরে রাঙামাটি জেলা যুব ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
শেষের পাতা
বিআরটিএ কর্তৃক লাইসেন্স ও নীতিমালা চায় রিকশা শ্রমিকরা
বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান
ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের বিজয় দিবস পালন
নেত্রকোনা ছাত্র ইউনিয়নের সম্মেলন
আমরা চা-শ্রমিকরা খেয়েপড়ে বাঁচতে চাই
ফসলের দাম বাড়াতে হবে
পুঁজিবাদী সমাজব্যবস্থা ভাঙার জন্য লড়াই করছি
আমরা শ্রমিকের সরকার চাই
বয়স্ক ভাতার কথা বলতে সমাবেশে আসছি
নারী-পুরুষের মধ্যকার বৈষম্য দূর করতে হবে
গান করার কারণে আমার ওপর হামলা করেছিল
যতদিন বাঁচবো ততদিন কমিউনিস্ট পার্টি-ই করব
বাজারের সিন্ডিকেট ভাঙতে হবে
বাপ দাদার ভূমি ফেরত চাই
Login to comment..