বাজেট নিয়ে বগুড়ায় সিপিবির সমাবেশ

Facebook Twitter Google Digg Reddit LinkedIn StumbleUpon Email

বগুড়া সংবাদদাতা : বগুড়ার সাতমাথায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যোগে জাতীয় সংসদে উত্থাপিত ২০২৪-২৫-এর অর্থ বাজেট প্রত্যাখান করে গত ৬ জুন বিকাল ৫টায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদের সভাপতিত্বে ও শুভ শংকর গুহ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি বগুড়া জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হরি শংকর সাহা, সম্পাদকমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, হাসান আলী শেখ, শাহনিয়াজ কবির খান পাপ্পু, শ্রমিকনেতা ফজলুর রহমান, ক্ষেতমজুর নেতা সোহাগ মোল্লা প্রমুখ। বক্তারা বলেন, সংবিধানে অনুপার্জিত, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং বৈষম্যকে নিষিদ্ধ করা হলেও এবারের বাজেটে কালো ও দুর্নীতির টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে, কৃষক ও কৃষিতে ভর্তুকি ও প্রণোদনা বরাদ্দ কমানো হয়েছে, গ্রাম ও শহরের গরিব মানুষ বাঁচাতে রেশনিং ব্যবস্থায় বরাদ্দ দেওয়া হয়নি, সাধারণ মানুষের স্বাস্থ্য সেবাখাতে বাণিজ্যিক প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে, শিক্ষা খাতে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়নি তাছাড়া আত্মকর্মসংস্থান ও বেকারত্ব ঘোচাতে কোনো বরাদ্দ রাখা হয়নি এবং শিল্প-কল কারখানা নির্মাণে বাজেটে কোনো বরাদ্দ নাই। বাজেটে বেশির ভাগ রাজস্ব আয় গরিবের ও সাধারণ মানুষের উপর চাপানো হয়েছে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন



Login to comment..
New user? Register..